২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে তুমুল বিক্ষোভ বিরোধীদের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
  • / 54

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে তুমুল বিক্ষোভ শুরু করে বিরোধীরা। ফলে স্পিকার ওম বিড়লা আজ বারোটা পর্যন্ত সংসদ মুলতবি করে দেন। তবে তিনি বারবার বিরোধীদের থামানোর চেষ্টা করেন। এক সময় তিনি বলেন, “আপনাদের আচরণ সংসদীয় নয়, রাস্তার মতো।”

সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে লোকসভায় পেশ হল ন্যাশনাল স্পোর্টস বিল (স্পোর্টস গভর্ন্যান্স বিল)। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া এই বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)–সহ ৪৫টি জাতীয় ক্রীড়া ফেডারেশনকে জাতীয় ক্রীড়া বোর্ডের অধীনে আনা হবে। বিলটি পাস হলে বিসিসিআই আর স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করতে পারবে না।

অন্যদিকে, বিহারে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে সংসদে বিরোধীদের তীব্র বিক্ষোভ দেখা দেয়। লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই বিরোধী সাংসদরা স্লোগান দিয়ে এবং প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে প্রতিবাদ জানান।
এছাড়াও, বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের দাবি তুলেছেন বিরোধী সাংসদরা। সংবিধানের ১২৪, ২১৭ ও ২১৮ অনুচ্ছেদের অধীনে বিচারপতির ইমপিচমেন্ট বা অপসারণের জন্য ১৪৫ জন লোকসভার সাংসদ এবং ৬৩ জন রাজ্যসভার সাংসদ একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

আরও পড়ুন: নিশানা বিহার ও দিল্লি: ভোটার তালিকা সমীক্ষা ও উচ্ছেদ বিরোধে সংসদে তৃণমূল-‘ইন্ডিয়া’ জোটের তুমুল বিক্ষোভ

আরও পড়ুন: বিরোধীদের লাগাতার চাপ, অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা করতে রাজি কেন্দ্রীয় সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে তুমুল বিক্ষোভ বিরোধীদের

আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে তুমুল বিক্ষোভ শুরু করে বিরোধীরা। ফলে স্পিকার ওম বিড়লা আজ বারোটা পর্যন্ত সংসদ মুলতবি করে দেন। তবে তিনি বারবার বিরোধীদের থামানোর চেষ্টা করেন। এক সময় তিনি বলেন, “আপনাদের আচরণ সংসদীয় নয়, রাস্তার মতো।”

সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে লোকসভায় পেশ হল ন্যাশনাল স্পোর্টস বিল (স্পোর্টস গভর্ন্যান্স বিল)। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া এই বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)–সহ ৪৫টি জাতীয় ক্রীড়া ফেডারেশনকে জাতীয় ক্রীড়া বোর্ডের অধীনে আনা হবে। বিলটি পাস হলে বিসিসিআই আর স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করতে পারবে না।

অন্যদিকে, বিহারে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে সংসদে বিরোধীদের তীব্র বিক্ষোভ দেখা দেয়। লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই বিরোধী সাংসদরা স্লোগান দিয়ে এবং প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে প্রতিবাদ জানান।
এছাড়াও, বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের দাবি তুলেছেন বিরোধী সাংসদরা। সংবিধানের ১২৪, ২১৭ ও ২১৮ অনুচ্ছেদের অধীনে বিচারপতির ইমপিচমেন্ট বা অপসারণের জন্য ১৪৫ জন লোকসভার সাংসদ এবং ৬৩ জন রাজ্যসভার সাংসদ একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

আরও পড়ুন: নিশানা বিহার ও দিল্লি: ভোটার তালিকা সমীক্ষা ও উচ্ছেদ বিরোধে সংসদে তৃণমূল-‘ইন্ডিয়া’ জোটের তুমুল বিক্ষোভ

আরও পড়ুন: বিরোধীদের লাগাতার চাপ, অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা করতে রাজি কেন্দ্রীয় সরকার