০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের শূন্যপদে হবে নিয়োগ, লিস্ট পাঠাল নবান্ন

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার
  • / 237

পুবের কলম ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনের সিইও দফতরের শূন্যপদ পূরণে নাম পাঠাল রাজ্য সরকার। নির্বাচন সদনে ওই নাম পাঠাল রাজ্য সরকার। সম্প্রতি সিইও দফতরকে পৃথক করার জন্য চিঠি দেওয়া হয়েছে নবান্নে। এ ছাড়া কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে সিইও দফতরে চারটি পদ শূন্য রয়েছে। কমিশনের সঙ্গে আলোচনা করে ওই পদগুলি পূরণের বার্তাও দেওয়া হয় মুখ্যসচিবকে। তারপরই এই নামের তালিকা পাঠাল নবান্ন।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (অ্যাডিশনাল সিইও) হিসেবে বিশেষ সচিব সুদীপ মিত্র, বিধাননগর পুরসভার বিশেষ সচিব সুজয় সরকার ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের অতিরিক্ত সচিব সুদীপ সরকারের নাম পাঠানো হয়েছে। যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক (জয়েন্ট সিইও) হিসেবে তিনজনের নাম পাঠানো হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অতিরিক্ত সচিব অরুন্ধতী ভৌমিক, স্টাফ সিলেকশন কমিশনের সচিব সৌম্যজিৎ দেবনাথ ও স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব বহ্নিশিখা দে-র নাম পাঠিয়েছে নবান্ন।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

ডেপুটি সিইও পদের জন্য বিদ্যুৎ দফতরের যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি রঞ্জন চক্রবর্তী, বিধাননগরের ল্যান্ড ম্যানেজার রাজীব মণ্ডল ও পূর্ত দফতরের যুগ্ম সচিব প্রিয়রঞ্জন দাসের নাম পাঠিয়েছে রাজ্য। কয়েক দিন আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরকে স্বতন্ত্র করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

সেখানেই অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও, ডেপুটি সিইও পদের যে তিনটি শূন্য পদ রয়েছে, তা পূরণ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কমিশন। সেই কারণেই ওই পদগুলোর নির্বাচন সদনে নাম পাঠাল রাজ্য সরকার। এখন দেখার এই নামগুলোর মধ্যে সিলমোহর দেয় কমিশন না কি নতুন করে তালিকা চায় তাঁরা।

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচন কমিশনের শূন্যপদে হবে নিয়োগ, লিস্ট পাঠাল নবান্ন

আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনের সিইও দফতরের শূন্যপদ পূরণে নাম পাঠাল রাজ্য সরকার। নির্বাচন সদনে ওই নাম পাঠাল রাজ্য সরকার। সম্প্রতি সিইও দফতরকে পৃথক করার জন্য চিঠি দেওয়া হয়েছে নবান্নে। এ ছাড়া কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে সিইও দফতরে চারটি পদ শূন্য রয়েছে। কমিশনের সঙ্গে আলোচনা করে ওই পদগুলি পূরণের বার্তাও দেওয়া হয় মুখ্যসচিবকে। তারপরই এই নামের তালিকা পাঠাল নবান্ন।

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (অ্যাডিশনাল সিইও) হিসেবে বিশেষ সচিব সুদীপ মিত্র, বিধাননগর পুরসভার বিশেষ সচিব সুজয় সরকার ও পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের অতিরিক্ত সচিব সুদীপ সরকারের নাম পাঠানো হয়েছে। যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক (জয়েন্ট সিইও) হিসেবে তিনজনের নাম পাঠানো হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অতিরিক্ত সচিব অরুন্ধতী ভৌমিক, স্টাফ সিলেকশন কমিশনের সচিব সৌম্যজিৎ দেবনাথ ও স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব বহ্নিশিখা দে-র নাম পাঠিয়েছে নবান্ন।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

ডেপুটি সিইও পদের জন্য বিদ্যুৎ দফতরের যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি রঞ্জন চক্রবর্তী, বিধাননগরের ল্যান্ড ম্যানেজার রাজীব মণ্ডল ও পূর্ত দফতরের যুগ্ম সচিব প্রিয়রঞ্জন দাসের নাম পাঠিয়েছে রাজ্য। কয়েক দিন আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরকে স্বতন্ত্র করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

সেখানেই অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও, ডেপুটি সিইও পদের যে তিনটি শূন্য পদ রয়েছে, তা পূরণ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কমিশন। সেই কারণেই ওই পদগুলোর নির্বাচন সদনে নাম পাঠাল রাজ্য সরকার। এখন দেখার এই নামগুলোর মধ্যে সিলমোহর দেয় কমিশন না কি নতুন করে তালিকা চায় তাঁরা।

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন