ক্রিকেটকে আলবিদা বেদা কৃষ্ণমূর্তির

- আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার
- / 19
পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন ভারতের মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। মাত্র কয়েক দিনের মধ্যে তিনি ৩৩ বছরে পা দিতে চলছেন। অর্থাৎ জীবনের ৩২টা বছর শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ করে দিলেন বেদা।
সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর প্রসঙ্গে বেদা লিখেছেন, ‘ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। প্রত্যাশার বেশিই কিছু পেয়েছি ভারতীয় ক্রিকেট থেকে। কিন্তু আর আমার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে থাকা সম্ভব হচ্ছে না। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।
২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই দলের অন্যতম সম্পদ ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। পারফরম্যান্সও করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে আর ভারতের একদিনের ক্রিকেটে জায়গা হয়নি বেদার। এ বছর মহিলাদের আইপিএলেও তাঁকে খেলতে দেখতে পাওয়া যায়নি।
শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন পাঁচ বছর আগে ২০১৯ সালে। কিন্তু একঝাঁক নতুন ক্রিকেটারের ভিড়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলে কিছুটা ব্রাত্য হয়ে পড়েছেন বেদা। তাই আর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে বয়ে নিয়ে যেতে রাজি ছিলেন না।