২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে : নরেন্দ্র মোদি

মারুফা খাতুন
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 162

পুবের কলম ওয়েবডেস্কআজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষ্যে লালকেল্লার মঞ্চ থেকে প্রত্যেকবারের মত এই বছরও ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইবারও তার অন্যথা হল না। কিন্তু এইবারের ভাষণটা হল একটু অন্যরকম। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তায় হুঁশিয়ারি দিলেন তিনি। এই মঞ্চেই ঘোষণা করলেন, কেন্দ্রের নতুন উদ্যোগ ‘জনবিন্যাস অভিযান’।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা সীমান্ত এলাকায় বসতি গড়ে তোলার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নিচ্ছে, মা-বোনেদেরও পর্যন্ত নিশানা করছে এবং আদিবাসীদের জমি দখল করছে। এটা কিছুতেই সহ্য করা হবে না।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। এদের অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বাংলাদেশের নাম উচ্চারণ না করেই বলেন, ‘‘এই অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাঁদের ভুল বোঝাচ্ছে। দেশ এটা সহ্য করবে না।’’ এই অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। একে জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি

তাঁর কথায়, এর মাধ্যমে গোপনভাবে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। অনুপ্রবেশকারীদের সামনে কোন দেশই মাথা নত করতে পারে না। তাহলে আমরা কী ভাবে করব? আমাদের পূর্বপুরুষেরা, আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। আর এই, অনুপ্রবেশকারীদের রুখে তাঁদের প্রতি সমস্ত দায়িত্ব ও কর্তব্য আমাদের পালন করতে হবে।’’বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ প্রায় চলেই যাচ্ছে।’

আরও পড়ুন: বিধ্বস্ত উত্তরবঙ্গ: এত প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে : নরেন্দ্র মোদি

আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কআজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষ্যে লালকেল্লার মঞ্চ থেকে প্রত্যেকবারের মত এই বছরও ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইবারও তার অন্যথা হল না। কিন্তু এইবারের ভাষণটা হল একটু অন্যরকম। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তায় হুঁশিয়ারি দিলেন তিনি। এই মঞ্চেই ঘোষণা করলেন, কেন্দ্রের নতুন উদ্যোগ ‘জনবিন্যাস অভিযান’।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা সীমান্ত এলাকায় বসতি গড়ে তোলার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নিচ্ছে, মা-বোনেদেরও পর্যন্ত নিশানা করছে এবং আদিবাসীদের জমি দখল করছে। এটা কিছুতেই সহ্য করা হবে না।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় শুরু হয়েছে। এদের অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বাংলাদেশের নাম উচ্চারণ না করেই বলেন, ‘‘এই অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাঁদের ভুল বোঝাচ্ছে। দেশ এটা সহ্য করবে না।’’ এই অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। একে জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি

তাঁর কথায়, এর মাধ্যমে গোপনভাবে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। অনুপ্রবেশকারীদের সামনে কোন দেশই মাথা নত করতে পারে না। তাহলে আমরা কী ভাবে করব? আমাদের পূর্বপুরুষেরা, আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। আর এই, অনুপ্রবেশকারীদের রুখে তাঁদের প্রতি সমস্ত দায়িত্ব ও কর্তব্য আমাদের পালন করতে হবে।’’বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ প্রায় চলেই যাচ্ছে।’

আরও পড়ুন: বিধ্বস্ত উত্তরবঙ্গ: এত প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর