উত্তরকাশীর যমুনা উপত্যকায় সৃষ্টি হল কৃত্রিম হ্রদের
- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 89
পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডের উত্তরকাশীর ওপর দিয়ে প্রবাহমান যমুনা নদী (Yamuna River)। আর সেই যমুনা নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে হঠাৎ এক কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। তাই আশেপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জনকে প্রশাসন দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। হঠাৎ করে এই আকস্মিক পরিস্থিতির কারণে এলাকাজুড়ে যে আতঙ্ক ছড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এমনকি কর্তৃপক্ষ কর্তৃক সতর্কতাও জারি করা হয়েছে। এসডিআরএফ-এর কর্মকর্তা জানিয়েছেন, সায়ানচাট্টির কাছে গড়গড় নালা দিয়ে নামা ধ্বংসাবশেষ ও অতিরিক্ত জল যমুনার প্রবাহ থামিয়ে দেয়। ফলে নদীর গতিপথ আটকে গিয়ে হ্রদ তৈরি হতে শুরু করে। এসডিআরএফ, এনডিআরএফ, পুলিশ, ফায়ার সার্ভিস, সেচ বিভাগ এবং রাজস্ব বিভাগ সবাই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যৌথভাবে কাজ করছে।
ওজরি, পূজারগাঁও, পালিগাঁও, খারাডি, কুঠনৌর ও সায়ানচাট্টি কয়েকটি গ্রামকে খুবই সতর্কতার তত্ত্বাবধানে রাখা হয়েছে। এসডিআরএফ কমান্ড্যান্ট অর্পণ যদুবংশী জানিয়েছেন, “সায়ানা মোটর ব্রিজ থেকে প্রায় ২০০ মিটার দূরে পাহাড়ি ধ্বস হয়েছে। সেই কারণে ধ্বংসাবশেষ যমুনায় এসে পড়ছে। এতেই নদীর স্রোত আটকে এই বিশাল হ্রদের তৈরি হয়েছে এবং জলের স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
কয়েক বছর আগেও এই একই স্থানে হ্রদ তৈরি হওয়ায় সেচ বিভাগ কৃত্রিমভাবে সেটি ভেঙে দেয় ও জল ছাড়তে বাধ্য হয়েছিল। এবারও জলের স্তর এইভাবে বৃদ্ধি পেতে থাকলে এলাকাবাসীর উদ্বেগ ক্রমশ বাড়তে থাকবে। বিশেষত উদ্বেগ ব্রিজ ও ভাটির দিকে যে গ্রামগুলি অবস্থিত তাদের নিরাপত্তা নিয়ে।







































