সবুজ সঙ্কেত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
BSF-BGB meeting: বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 99
পুবের কলম,ওয়েবডেস্ক: বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায় (BSF-BGB meeting)। ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবির সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বৈঠকে (BSF-BGB meeting) যোগ দিতে অবশেষে বিএসএফ’কে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি ইস্যুতে আলোচনা করা হবে।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর, কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের প্রাক্তন মহাপরিচালক অশ্বিনী কুমার। এদিকে এবারের চারদিনের এই বৈঠকে বিএসএফ-র উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি দলজিত্ সিং চৌধরি৷ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মুহাম্মদ আসরাফুজ্জামান সিদ্দিকি৷