Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন
- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 338
পুবের কলম প্রতিবেদকঃ ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। শনিবার দুপুরে আনন্দপুরের গুলশান কলোনিতে একটি কারখানায় বিধ্বংসী আগুন (Fire) লাগে । মুহূর্তের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলে (firebridge) খবর দেওয়া হয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের।
জানা যায়, এ দিন দুপুর ৩টে নাগাদ আনন্দপুরের গুলশান কলোনীর ১০৪ নম্বর ওয়ার্ডে চামড়ার জুতো তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।
স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হলেও সরু রাস্তার কারণে দমকলের গাড়ি ঘটনাস্থল অবধি পৌঁছাতে গিয়ে সমস্যার মুখে পড়ে। শর্ট সার্টিক থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। রবার কারখানা হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তবে ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনও খবর পাওয়া যায় নি।



















































