১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বঙ্গে পজিটিভ ৩২২০ জন
dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

ইমামা খাতুন
- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 175
পুবের কলম,ওয়েবডেস্ক: বেহালায় ডেঙ্গুতে (dengue in wb) আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের। বঙ্গে পজিটিভ ৩২২০ জন (dengue in wb)। রাজ্যে এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১০২০ জন।
স্বাস্থ্য ভবন সূত্রের খবর, মৃত যুবকের নাম অরিজিৎ দাস। বয়স ৩৫। শুক্রবার সকালে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মৃত্যু হয় যুবকের। মৃতের বাড়ি বেহালার গাবতলা লেনে।
যুবকের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর বিষয়টির উল্লেখ রয়েছে। এ নিয়ে এ বছর কলকাতায় দ্বিতীয় ডেঙ্গু–আক্রান্তের মৃত্যু হলো। এর আগে ডেঙ্গিতে আক্রান্ত, ৭৫ বছরের স্বরূপ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।