০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বইয়ের কাছে হার বাংলার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার
  • / 155

পুবের কলম ওয়েব ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শনিবার গ্রুপ‘বি’-র ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে তুল্যমুল্য লড়াই করেও হেরে গেল বাংলা। অজিঙ্কা রাহানে ব্রিগেড ১০ রানে ম্যাচ জিতে নিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করে মুম্বই নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৩১ রান করে। জবাবে বাংলা আট উইকেট হারিয়ে ১২১ রানের বেশি তুলতে পারেনি।

মুম্বইয়ের পক্ষে সর্বোচ্চ রান শিবম দুবের। তিনি একটি চার ও একটি ছয়-এর সাহায্যে ২৪ রান করেন। যশ্বসী জয়সওয়ালের সংগ্রহ ১৯। বাংলার পক্ষে ঋত্বিক চ্যাটার্জি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে দুটি উইকেট দূল করেন। এছাড়া শাহবাজ আহমেদ– মুকেশ কুমার– কর্ণ লাল এবং প্রদীপ্ত প্রামানিক একটি করে সফলতা অর্জন করেন।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

পালটা ব্যাট করতে নেমে বাংলা ৩০ রানে তিন উইকেট হারানোর পরে পালটা লড়াই করার চেষ্টা করেন ঋদ্ধিমান সাহা এবং কাইফ আহমেদ। ঋদ্ধি ১৫ রানে ফিরে যান। দুটি চার ও একটি ছয়-এর সাহায্যে কাইফ আহমেদ ৩১ রান করেন। শেষের দিকে ঋত্বিক রায় চৌধুরি  ২৫ বলে ৩০ রান করলেও দলের জয়ের পক্ষে তা যথেষ্ট ছিল না।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বইয়ের কাছে হার বাংলার

আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শনিবার গ্রুপ‘বি’-র ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে তুল্যমুল্য লড়াই করেও হেরে গেল বাংলা। অজিঙ্কা রাহানে ব্রিগেড ১০ রানে ম্যাচ জিতে নিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করে মুম্বই নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৩১ রান করে। জবাবে বাংলা আট উইকেট হারিয়ে ১২১ রানের বেশি তুলতে পারেনি।

মুম্বইয়ের পক্ষে সর্বোচ্চ রান শিবম দুবের। তিনি একটি চার ও একটি ছয়-এর সাহায্যে ২৪ রান করেন। যশ্বসী জয়সওয়ালের সংগ্রহ ১৯। বাংলার পক্ষে ঋত্বিক চ্যাটার্জি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে দুটি উইকেট দূল করেন। এছাড়া শাহবাজ আহমেদ– মুকেশ কুমার– কর্ণ লাল এবং প্রদীপ্ত প্রামানিক একটি করে সফলতা অর্জন করেন।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

পালটা ব্যাট করতে নেমে বাংলা ৩০ রানে তিন উইকেট হারানোর পরে পালটা লড়াই করার চেষ্টা করেন ঋদ্ধিমান সাহা এবং কাইফ আহমেদ। ঋদ্ধি ১৫ রানে ফিরে যান। দুটি চার ও একটি ছয়-এর সাহায্যে কাইফ আহমেদ ৩১ রান করেন। শেষের দিকে ঋত্বিক রায় চৌধুরি  ২৫ বলে ৩০ রান করলেও দলের জয়ের পক্ষে তা যথেষ্ট ছিল না।

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী