২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শুভেন্দু কোনও দিন গুলি খেতে যান নি, তবে কেউ মরে গেলেই উনি মালা চড়াতে যান: আবু তাহের

রফিকুল হাসান
  • আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার
  • / 33

পুবের কলম প্রতিবেদক, নন্দীগ্রাম: ‘‘অন্য লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা ঠিক নয়। কে বা কারা নিশিকান্তকে খুন করেছেন, তা জানেন শুভেন্দু!’’ দাবি করলেন একদা শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব আবু তাহের। শনিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় একটি স্মরণসভায়  আবু তাহেরের এমন দাবিকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন পড়েছে পূর্ব মেদিনীপুরজুড়ে। শুভেন্দু অধিকারী অবশ্য এই নিয়ে মুখ খোলেননি।তবে বিজেপি একে তৃনমূলের রাজনীতি বলে অভিযোগ করেছে।

নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন নিশিকান্ত মন্ডল। তিনি খুন হয়েছিলেন গত ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। ওই দিন সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে ফোন করে ডেকে এনে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। সে ঘটনার এত বছর বাদে আচমকাই এই খুনে শুভেন্দুকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের। 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

এদিনের স্মরন সভায় আবু তাহেরের অভিযোগ, ‘‘নন্দীগ্রাম আন্দোলনের সময়কার শুভেন্দু অধিকারী আজ কোথায়? এত দিন তিনি মানুষ খুনের রাজনীতি করেছেন। নন্দীগ্রাম আন্দোলনে যত মানুষ খুন হয়েছেন তার জন্য শুভেন্দু অধিকারীই দায়ী!’’ একই সাথে  একদা শুভেন্দু-ঘনিষ্ঠ তথা নন্দীগ্রামে জমি আন্দোলনের অন্যতম নেতা আবু তাহের প্রশ্ন করেছেন ‘‘নিশিকান্ত মণ্ডল যখন খুন হন, সে সময় নন্দীগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু। কিন্তু নিশিকান্ত খুনের পর তাঁর ফোন কেন পরীক্ষা করা হয়নি?’’

আরও পড়ুন: মহেশতলা কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু

শুভেন্দুর বিরুদ্ধে এই প্রশ্ন তুলে তাহেরের দাবি, ‘‘নিশিকান্তকে কে ফোন করে ডেকেছিল, তা খুঁজে বার করলেই অপরাধীদের সহজে চিহ্নিত করা যেত। অথচ ক্ষমতায় থেকেও শুভেন্দু তা করেননি।’’ তাহেরের কটাক্ষ, ‘‘শুভেন্দু কোনও দিন গুলি খেতে যাননি। তবে কেউ মরে গেলেই উনি মালা চড়াতে যান!’’

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুভেন্দু কোনও দিন গুলি খেতে যান নি, তবে কেউ মরে গেলেই উনি মালা চড়াতে যান: আবু তাহের

আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদক, নন্দীগ্রাম: ‘‘অন্য লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা ঠিক নয়। কে বা কারা নিশিকান্তকে খুন করেছেন, তা জানেন শুভেন্দু!’’ দাবি করলেন একদা শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব আবু তাহের। শনিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় একটি স্মরণসভায়  আবু তাহেরের এমন দাবিকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন পড়েছে পূর্ব মেদিনীপুরজুড়ে। শুভেন্দু অধিকারী অবশ্য এই নিয়ে মুখ খোলেননি।তবে বিজেপি একে তৃনমূলের রাজনীতি বলে অভিযোগ করেছে।

নন্দীগ্রামের জমি রক্ষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন নিশিকান্ত মন্ডল। তিনি খুন হয়েছিলেন গত ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। ওই দিন সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে ফোন করে ডেকে এনে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। সে ঘটনার এত বছর বাদে আচমকাই এই খুনে শুভেন্দুকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের। 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

এদিনের স্মরন সভায় আবু তাহেরের অভিযোগ, ‘‘নন্দীগ্রাম আন্দোলনের সময়কার শুভেন্দু অধিকারী আজ কোথায়? এত দিন তিনি মানুষ খুনের রাজনীতি করেছেন। নন্দীগ্রাম আন্দোলনে যত মানুষ খুন হয়েছেন তার জন্য শুভেন্দু অধিকারীই দায়ী!’’ একই সাথে  একদা শুভেন্দু-ঘনিষ্ঠ তথা নন্দীগ্রামে জমি আন্দোলনের অন্যতম নেতা আবু তাহের প্রশ্ন করেছেন ‘‘নিশিকান্ত মণ্ডল যখন খুন হন, সে সময় নন্দীগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু। কিন্তু নিশিকান্ত খুনের পর তাঁর ফোন কেন পরীক্ষা করা হয়নি?’’

আরও পড়ুন: মহেশতলা কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু

শুভেন্দুর বিরুদ্ধে এই প্রশ্ন তুলে তাহেরের দাবি, ‘‘নিশিকান্তকে কে ফোন করে ডেকেছিল, তা খুঁজে বার করলেই অপরাধীদের সহজে চিহ্নিত করা যেত। অথচ ক্ষমতায় থেকেও শুভেন্দু তা করেননি।’’ তাহেরের কটাক্ষ, ‘‘শুভেন্দু কোনও দিন গুলি খেতে যাননি। তবে কেউ মরে গেলেই উনি মালা চড়াতে যান!’’

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির