৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে আহমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার
  • / 115

পুবের কলম ওয়েবডেস্কঃ  টি-২০ বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় দলের হেড কোচ রবি  শাস্ত্রীর। সঙ্গে মেয়াদ শেষ হচ্ছে দলের অন্য কোচিং স্টাফদেরও। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ করে হয়েছে। এখন  দেখার – বিশ্বকাপের পরে শাস্ত্রী কি করেন? অনেকেই মনে করছেন তিনি  কোচিংয়ের সঙ্গেই যুক্ত থাকবেন– অনেকের ধারনা শাস্ত্রী তাঁর পুরনো পেশা- ধারাভাষ্যকার হিসেবে ফের কাজ শুরু করবেন।

এই সব আলোচনার মধ্যেই একটি সূত্র থেকে পাওয়া খবরে  জানা গিয়েছে– শাস্ত্রী এবং তাঁর সহকারীদের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে আইপিএলের আহমদাবাদ  দলের মালিক সিভিসি গ্রুপ। যারা এই প্রথমবার আইপিএলে  খেলবে।  যদিও ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই বিষয়ে এখনও  কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে আইপিএলের প্রস্তাব পেলেও সেই বিষয় নিয়ে এখনই ভাবতে  নারাজ শাস্ত্রী।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

ভারতীয় দলের কোচের পদ ছাড়ার পরে ধারাভাষ্যকার হিসেবেও শাস্ত্রীকে দেখতে  পাওয়ার সম্ভবনা রয়েছে। বিভিন্ন সম্প্রচারকারি সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা  গিয়েছে। তবে আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্ত হলে–ভারতীয় ক্রিকেট বোর্ডের ধারাভাষ্যকার হিসবে কাজ করতে পারবেন না শাস্ত্রী।  তবে এক্ষেত্রে অন্য সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কাজ করতে পারেন তিনি

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএলে আহমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী!

আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  টি-২০ বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় দলের হেড কোচ রবি  শাস্ত্রীর। সঙ্গে মেয়াদ শেষ হচ্ছে দলের অন্য কোচিং স্টাফদেরও। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়োগ করে হয়েছে। এখন  দেখার – বিশ্বকাপের পরে শাস্ত্রী কি করেন? অনেকেই মনে করছেন তিনি  কোচিংয়ের সঙ্গেই যুক্ত থাকবেন– অনেকের ধারনা শাস্ত্রী তাঁর পুরনো পেশা- ধারাভাষ্যকার হিসেবে ফের কাজ শুরু করবেন।

এই সব আলোচনার মধ্যেই একটি সূত্র থেকে পাওয়া খবরে  জানা গিয়েছে– শাস্ত্রী এবং তাঁর সহকারীদের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে আইপিএলের আহমদাবাদ  দলের মালিক সিভিসি গ্রুপ। যারা এই প্রথমবার আইপিএলে  খেলবে।  যদিও ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই বিষয়ে এখনও  কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে আইপিএলের প্রস্তাব পেলেও সেই বিষয় নিয়ে এখনই ভাবতে  নারাজ শাস্ত্রী।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

ভারতীয় দলের কোচের পদ ছাড়ার পরে ধারাভাষ্যকার হিসেবেও শাস্ত্রীকে দেখতে  পাওয়ার সম্ভবনা রয়েছে। বিভিন্ন সম্প্রচারকারি সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা  গিয়েছে। তবে আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্ত হলে–ভারতীয় ক্রিকেট বোর্ডের ধারাভাষ্যকার হিসবে কাজ করতে পারবেন না শাস্ত্রী।  তবে এক্ষেত্রে অন্য সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কাজ করতে পারেন তিনি

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির