০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হোঁচট বার্সেলোনার, জিতে লিগ শীর্ষে রিয়াল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার
  • / 107

পুবের কলম ওয়েবডেস্কঃ ম্যাচের প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তারপরও জয় ছিনিয়ে নিতে পারেনি কাতালান ক্লাবটি। অন্তর্বতীকালিন কোচ সার্জি বারজুয়ানের অধীনে শেষ ম্যাচে সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফিরেছে বার্সা। আনসু ফাতি, সার্জিও বুসকেটস ও মেমফিস ডিপের গোলে লা লিগায় প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাতালানরা।

তবে বিরতির পর ম্যাচে নিয়ন্ত্রণ চলে যায়  সেল্টা ভিগোর হাতে। ইয়াগো আসপাস ও নোলিতোর গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। এদিকে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ ঘাম ঝরিয়েই জিতেছে রিয়াল মাদ্রিদ। তারা প্রতিপক্ষকে রায়ো ভ্যায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে।নিজেদের মাঠের কষ্টের এ জয় দিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে উঠে এসেছে কোচ কার্লো অ্যানসেলত্তির রিয়াল। প্রথমার্ধে রিয়ালের হয়ে গোল দুটি করেন টনি ক্রুস ও করিম বেঞ্জেমা। বিরতির পর ভ্যায়েকানোর হয়ে রাদামেল ফ্যালকাও একটি গোল শোধ করেন।

আরও পড়ুন: জোড়া গোল এমবাপ্পের, টানা ৬ ম্যাচে জয় রিয়ালের

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হোঁচট বার্সেলোনার, জিতে লিগ শীর্ষে রিয়াল

আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ম্যাচের প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তারপরও জয় ছিনিয়ে নিতে পারেনি কাতালান ক্লাবটি। অন্তর্বতীকালিন কোচ সার্জি বারজুয়ানের অধীনে শেষ ম্যাচে সেল্টা ভিগোর মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফিরেছে বার্সা। আনসু ফাতি, সার্জিও বুসকেটস ও মেমফিস ডিপের গোলে লা লিগায় প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাতালানরা।

তবে বিরতির পর ম্যাচে নিয়ন্ত্রণ চলে যায়  সেল্টা ভিগোর হাতে। ইয়াগো আসপাস ও নোলিতোর গোলে সমতায় ফেরে সেল্টা ভিগো। এদিকে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ ঘাম ঝরিয়েই জিতেছে রিয়াল মাদ্রিদ। তারা প্রতিপক্ষকে রায়ো ভ্যায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে।নিজেদের মাঠের কষ্টের এ জয় দিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে উঠে এসেছে কোচ কার্লো অ্যানসেলত্তির রিয়াল। প্রথমার্ধে রিয়ালের হয়ে গোল দুটি করেন টনি ক্রুস ও করিম বেঞ্জেমা। বিরতির পর ভ্যায়েকানোর হয়ে রাদামেল ফ্যালকাও একটি গোল শোধ করেন।

আরও পড়ুন: জোড়া গোল এমবাপ্পের, টানা ৬ ম্যাচে জয় রিয়ালের

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার