নাম না নিয়ে পাকিস্তানকে কটাক্ষ
Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 271
পুবের কলম,ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে একহাত (Epicentre of global terror) আক্রমণ শানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেন তিনি। শুধু তাই নয়, নাম না করে সরাসরি বলেন, একটা দেশ প্রকাশ্যেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি ঘোষণা করেছে। রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকা সেই দেশের নাগরিকের নামে ভর্তি। একইসঙ্গে পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে ‘সীমান্তপারের বর্বরতা’ বলে অভিহিত করেন তিনি। এদিকে তাঁর কথা শুনে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ হাততালিতে ফেটে পড়ে।
READ MORE: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ (Epicentre of global terror) হিসেবে অভিহিত করে তিনি অভিযোগ করেন, গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য দায়ী একমাত্র পাকিস্তান। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের মদদদাতা এই দেশ।
‘ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কারণ তার প্রতিবেশী দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। কয়েক দশক ধরে, বড় বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর সন্ধান পাওয়া যায় সেই একটি দেশেই। সীমান্তবর্তী বর্বরতার সাম্প্রতিকতম উদাহরণ ছিল এই বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা। পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করেছে। এছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে।’