০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

সুস্মিতা
  • আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 137

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতেই মিলেছে সাফল্য দাবি তৃণমূলের

আবুল খায়ের: কেন্দ্রীয় রিপোর্টে ফের দেশের সবচেয়ে নিরাপদ শহরের গৌরব অর্জন করল কলকাতা। এই নিয়ে চতুর্থবার। চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট (এনসিআরবি) NCRB। কলকাতায় প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ৮৩.৯টি গুরুতর অপরাধ রেকর্ড হয়েছে, যা এনসিআরবি NCRB কর্তৃক তালিকাভুক্ত ২০ লক্ষেরও বেশি জনসংখ্যার ১৯ শহরের মধ্যে সর্বনিম্ন। অপরাধ প্রতিরোধে পুলিশের ধারাবাহিক নজরদারি, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কারণেই এই সাফল্য মিলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

তালিকায় সবচেয়ে অসুরক্ষিত শহর হিসাবে উঠে এসেছে কোচি। প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ৩,১৯২.৪টি গুরুতর অপরাধের নথিভুক্ত হয়েছে সেখানে। তারপরে দিল্লি (২,১০৫.৩) এবং সুরাট (১,৩৭৭.১)। অন্যদিকে হায়দরাবাদ দ্বিতীয় সেরা (৩৩২.৩), তারপর পুনে (৩৩৭.১) এবং মুম্বাই (৩৫৫.৪)। রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে দেশের ১৯ শহরে গুরুতর অপরাধের গড় হার ছিল ৮২৮।

আরও পড়ুন: NCRB Report: অপরাধে এক নম্বরে রাজস্থান

শুধু নিরাপদ শহরের তকমা নয় কলকাতায় ২০২৩ সালের অপরাধের হার আগের দু’বছরের তুলনাতেও কম। ২০২২ সালে এই হার ছিল ৮৬.৫ এবং ২০২১ সালে ছিল ১০৩.৫। উল্লেখ্য, রিপোর্ট বলছে, ২০১৬ সাল থেকে শহরের অপরাধের গ্রাফ ক্রমাগত নিম্নগামী। ২০১৬ সালে প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ১৫৯.৬টি গুরুতর অপরাধ রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

এনসিআরবি NCRB রিপোর্টে আরও বলা হয়েছে যে শহরের গুরুতর অপরাধ সংক্রান্ত মোট মামলার সংখ্যাও কমেছে। টানা দ্বিতীয় বছর কমে ১১,৮৪৩-এ দাঁড়িয়েছে। যা কিনা ২০২২ সালে ১২,২১৩ এবং ২০২১ সালে ১৪,৫৯১ ছিল। শহরে মেয়েদের বিরুদ্ধে অপরাধও কমেছে। ২০২৩ সালে মোট ১,৭৪৬টি ঘটনা রিপোর্ট করা হয়েছিল। যেখানে ২০২২ সালে এই সংখ্যা ছিল ১,৮৯০টি এবং ২০২১ সালে ছিল ১,৭৮৩টি। শহরের মেয়েদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি লক্ষ জনসংখ্যায় ২৫.৭। দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। সেখানে চেন্নাই (১৭.৩) এবং কোয়েম্বাটুর (২২.৭)।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

২০২৩ সালে শহরে ১০ জন প্রাপ্তবয়স্কের ধর্ষণের ঘটনা ঘটে। ২০২২ এবং ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১। তবে, ২০২৩ সালে কলকাতায় ১৭২টি নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে, যা কিনা ১৯ শহরের মধ্যে দশম স্থানে রয়েছে। শহরে অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানির ৩৩টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এনসিআরবি NCRB রিপোর্টে ২০২৩ সালে খুনের ঘটনা বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে সহিংস অপরাধের হার কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে শহরে ৪৩টি খুনের ঘটনা ঘটে। যেখানে ২০২২ সালে ছিল ৩৪টি। তবে এই সংখ্যা ২০২১ এবং ২০২০ সালের তুলনায় কম। ২০২১ সালে শহরে ৪৫টি এবং ২০২০ সালে ৫৩টি খুনের ঘটনা ঘটেছিল শহরে।

NCRB রিপোর্টে দেখা যাচ্ছে, গুরুতর অপরাধের হারে বাংলা বেশ কয়েকটি বড় রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। যেখানে জাতীয় গড় ৪৩৩, সেখানে বাংলায় অপরাধের হার ১৮১.৬। রিপোর্টে বাংলার চেয়ে ভালো পারফর্ম করা রাজ্যগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড (১৬১.১), নাগাল্যান্ড (৮৪.৯), সিকিম (১০৩.৯) এবং মেঘালয় (১০৫.২)। রিপোর্টে বাংলায় মোট ১,৬৮৬টি খুন এবং ২২৪টি অনিচ্ছাকৃত খুনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এই বিষয় নিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, এনসিআরবি-র তথ্য আমাদের দাবিই প্রমাণ করে দিল যে কলকাতা সুরক্ষিত শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এই সাফল্য প্রসঙ্গে কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, পরিকাঠামো তৈরি, জনবল বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, রাতের পুলিশ টহলদারি এবং নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণে ব্যাপকভাবে সাহায্য করেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতেই মিলেছে সাফল্য দাবি তৃণমূলের

আবুল খায়ের: কেন্দ্রীয় রিপোর্টে ফের দেশের সবচেয়ে নিরাপদ শহরের গৌরব অর্জন করল কলকাতা। এই নিয়ে চতুর্থবার। চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট (এনসিআরবি) NCRB। কলকাতায় প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ৮৩.৯টি গুরুতর অপরাধ রেকর্ড হয়েছে, যা এনসিআরবি NCRB কর্তৃক তালিকাভুক্ত ২০ লক্ষেরও বেশি জনসংখ্যার ১৯ শহরের মধ্যে সর্বনিম্ন। অপরাধ প্রতিরোধে পুলিশের ধারাবাহিক নজরদারি, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার কারণেই এই সাফল্য মিলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

তালিকায় সবচেয়ে অসুরক্ষিত শহর হিসাবে উঠে এসেছে কোচি। প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ৩,১৯২.৪টি গুরুতর অপরাধের নথিভুক্ত হয়েছে সেখানে। তারপরে দিল্লি (২,১০৫.৩) এবং সুরাট (১,৩৭৭.১)। অন্যদিকে হায়দরাবাদ দ্বিতীয় সেরা (৩৩২.৩), তারপর পুনে (৩৩৭.১) এবং মুম্বাই (৩৫৫.৪)। রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে দেশের ১৯ শহরে গুরুতর অপরাধের গড় হার ছিল ৮২৮।

আরও পড়ুন: NCRB Report: অপরাধে এক নম্বরে রাজস্থান

শুধু নিরাপদ শহরের তকমা নয় কলকাতায় ২০২৩ সালের অপরাধের হার আগের দু’বছরের তুলনাতেও কম। ২০২২ সালে এই হার ছিল ৮৬.৫ এবং ২০২১ সালে ছিল ১০৩.৫। উল্লেখ্য, রিপোর্ট বলছে, ২০১৬ সাল থেকে শহরের অপরাধের গ্রাফ ক্রমাগত নিম্নগামী। ২০১৬ সালে প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ১৫৯.৬টি গুরুতর অপরাধ রেকর্ড করা হয়েছিল।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

এনসিআরবি NCRB রিপোর্টে আরও বলা হয়েছে যে শহরের গুরুতর অপরাধ সংক্রান্ত মোট মামলার সংখ্যাও কমেছে। টানা দ্বিতীয় বছর কমে ১১,৮৪৩-এ দাঁড়িয়েছে। যা কিনা ২০২২ সালে ১২,২১৩ এবং ২০২১ সালে ১৪,৫৯১ ছিল। শহরে মেয়েদের বিরুদ্ধে অপরাধও কমেছে। ২০২৩ সালে মোট ১,৭৪৬টি ঘটনা রিপোর্ট করা হয়েছিল। যেখানে ২০২২ সালে এই সংখ্যা ছিল ১,৮৯০টি এবং ২০২১ সালে ছিল ১,৭৮৩টি। শহরের মেয়েদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি লক্ষ জনসংখ্যায় ২৫.৭। দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। সেখানে চেন্নাই (১৭.৩) এবং কোয়েম্বাটুর (২২.৭)।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

২০২৩ সালে শহরে ১০ জন প্রাপ্তবয়স্কের ধর্ষণের ঘটনা ঘটে। ২০২২ এবং ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১। তবে, ২০২৩ সালে কলকাতায় ১৭২টি নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে, যা কিনা ১৯ শহরের মধ্যে দশম স্থানে রয়েছে। শহরে অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানির ৩৩টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এনসিআরবি NCRB রিপোর্টে ২০২৩ সালে খুনের ঘটনা বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে সহিংস অপরাধের হার কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে শহরে ৪৩টি খুনের ঘটনা ঘটে। যেখানে ২০২২ সালে ছিল ৩৪টি। তবে এই সংখ্যা ২০২১ এবং ২০২০ সালের তুলনায় কম। ২০২১ সালে শহরে ৪৫টি এবং ২০২০ সালে ৫৩টি খুনের ঘটনা ঘটেছিল শহরে।

NCRB রিপোর্টে দেখা যাচ্ছে, গুরুতর অপরাধের হারে বাংলা বেশ কয়েকটি বড় রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। যেখানে জাতীয় গড় ৪৩৩, সেখানে বাংলায় অপরাধের হার ১৮১.৬। রিপোর্টে বাংলার চেয়ে ভালো পারফর্ম করা রাজ্যগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ড (১৬১.১), নাগাল্যান্ড (৮৪.৯), সিকিম (১০৩.৯) এবং মেঘালয় (১০৫.২)। রিপোর্টে বাংলায় মোট ১,৬৮৬টি খুন এবং ২২৪টি অনিচ্ছাকৃত খুনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এই বিষয় নিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, এনসিআরবি-র তথ্য আমাদের দাবিই প্রমাণ করে দিল যে কলকাতা সুরক্ষিত শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এই সাফল্য প্রসঙ্গে কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, পরিকাঠামো তৈরি, জনবল বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, রাতের পুলিশ টহলদারি এবং নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি অপরাধ প্রতিরোধ ও সনাক্তকরণে ব্যাপকভাবে সাহায্য করেছে।