ওবামা কিছু না করেই নোবেল পেয়েছিলেন
প্রাক্তন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে নোবেল ঘোষণার আগে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 168
পুবের কলম, ওয়েবডেস্ক: নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওবামা কিছু না করেই নোবেল পেয়েছিলেন, বরং আমেরিকাকে ধ্বংস করেছিলেন।”
২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পরই বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পান। সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমি পুরস্কারের জন্য নয়, শান্তির জন্য কাজ করি।”
তিনি দাবি করেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামানোই সবচেয়ে বড় সাফল্য। ট্রাম্প জানান, “আমি বলেছিলাম—যদি তারা যুদ্ধ চালায়, তবে উভয়ের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। এরপরই তারা যুদ্ধ বন্ধ করে।”
পাকিস্তান সরকারও ট্রাম্পের এই ভূমিকাকে ‘অসাধারণ কূটনৈতিক সাফল্য’ বলে প্রশংসা করেছে। তবে ভারত বরাবরই জানিয়েছে, দ্বিপাক্ষিক সংঘাত সমাধানে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।