ভোটার লিস্ট থেকে নাম বাদ দু’বারের প্রিসাইডিং অফিসারের, চাঞ্চল্য

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 224
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ১৯৯৫ সালের ভোটার কার্ড, দুবারের প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্ট থেকে নাম বাদ, আধার কার্ড বাতিল, চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এসেছেন কমিশনের প্রতিনিধি দল। বুধবার সকাল থেকেই রাজ্যের এস আই আর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ বাদে সব জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তারা।
আর নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তৎপরতার মাঝেই দু দুবারের ফাস্ট পোলিং অফিসার ও দু-দু’বারের প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া, আধার কার্ড বাতিল হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ালো। বারুইপুরের উৎপল সরদার, কলকাতা পৌরনিগমের উচ্চপদে কর্মরত। যিনি দু-দু’বার ফাস্ট পোলিং অফিসার হিসেবে নির্বাচনে দায়িত্ব সামলেছেন।২০ ২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০ ২৪ সালের লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।
আর তার নিজের ভোটার কার্ড বাতিল হওয়া, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া, আধার কার্ড বাতিল হওয়াতেই উঠছে একাধিক প্রশ্ন? উৎপল বাবুর ১৯৯৫ সালের ভোটার কার্ড। তখন থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে। গত বছর উৎপল বাবুর স্ত্রী রেনু সরদারের নাম বাদ যায় ভোটার লিস্ট থেকে। তারপর তিনি অনলাইনে আবেদন করলেও তা রিজেক্ট হয়ে গিয়েছে। আর সপ্তাহখানেক আগে নিজের ব্যক্তিগত কাজ করতে গিয়ে তিনি দেখেন, তার নিজের ভোটার কার্ড বাতিল হয়ে গিয়েছে। ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে নাম। এর মধ্যেই আবার মোবাইলে মেসেজ এসেছে আধার কার্ড বাতিল নিয়ে। ব্যাংক থেকেও কেওয়াইসি লিংক করতে বলে মেসেজ এসেছে।
উৎপল বাবু ভেবেই পাচ্ছেন না কি করবেন। একদিকে বাতিল হয়েছে ভোটার কার্ড, বাতিল হয়েছে আধার কার্ড, ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করবেন কিভাবে? তিনি আশঙ্কা করছেন তার একাউন্টে আদৌ মাইনে ঢুকবে কিনা? আর মাইনে ঢুকলেও তা তিনি তুলতে পারবেন কিনা? একদিকে ব্যাংক একাউন্ট থেকে মাইনে তুলতে না পারলে সংসার কি করে চলবে তার চিন্তা। অন্যদিকে ভোটার কার্ড, আধার কার্ড বাতিল হওয়াতে রীতিমতো মানসিক চাপে নাজেহাল তার পরিবার।
তবে তিনি মনে করেন, রাজ্যে এস আই আর হওয়ার প্রয়োজন আছে। তিনি কোনো ভাবেই রাজ্যে এস আই আর হওয়া নিয়ে আশঙ্কাবোধ করছেন না। তিনি ইতিমধ্যেই অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন। তবে তিনি রাজ্যে এস আই আর কে স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি রাজ্যে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের কাছে তিনি আবেদন জানিয়েছেন, কিভাবে কি কারনে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল, আধার কার্ড বাতিল হল তা দেখা হোক। আর এ রাজ্যে থাকা কোন বৈধ ভোটারের যাতে ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাদ না যায় সেটাও সুনিশ্চিত করুক নির্বাচন কমিশন এই আবেদন ও তিনি করেছেন।