মুসলিম সংগঠনগুলির তহবিল বন্ধের পথে ট্রাম্প

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 195
পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মুসলিম সংগঠনগুলোর নিরাপত্তা তহবিল বন্ধের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। সিএনএন-এর তদন্তে উঠে এসেছে, দেশজুড়ে মসজিদ ও মুসলিম সমাজকেন্দ্রগুলিকে দেওয়া কোটি ডলারের অনুদান বন্ধের প্রস্তাব দিয়েছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির শীর্ষ কর্মকর্তারা।
জানা গিয়েছে, প্রথমে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এই প্রস্তাবকে অবৈধ ও বৈষম্যমূলক বলে প্রত্যাখ্যান করে। কিন্তু পরে বহু মুসলিম সংগঠনকে তসন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টদ অভিযোগে তহবিলের যোগ্যতা থেকে বাদ দেওয়া হয়; যদিও এই অভিযোগের কোনও দৃঢ় প্রমাণ ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তারা পাননি। যার ফলে অনেকেই মনে করছেন, এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
২০২৪ সালে কংগ্রেস ইসলামফোবিয়া ও ইহুদি-বিরোধী হামলা রোধে অতিরিক্ত ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের তৎকালীন পর্যালোচনার নামে সেই তহবিলের বেশিরভাগই ইহুদি সংগঠনগুলির জন্য বরাদ্দ করা হয়, মুসলিম সংগঠনগুলোকে কার্যত বাদ দেওয়া হয়। আমেরিকান-ইসলামিক কাউন্সিল এই বৈষম্যের তীব্র সমালোচনা করে বলেছে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সরকারি অনুদান বন্ধ করা সংবিধানবিরোধী এবং মুসলিম সমাজকে আরও ঝুঁকির মুখে ফেলছে।