এসআইআর শেষ পর্যন্ত দেখবে আদালত: এসআইআর নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

- আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 134
পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ফের বিহারে ভোটার তালিকা পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের শুনানি করল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে এসআইআর শেষ পর্যন্ত দেখবে দেশের শীর্ষ আদালত বলে পর্যবেক্ষণ করেছেন বিচারপতি সুর্য কান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ। একইসঙ্গে আপাতত এসআইআর-এ বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশনকে সময় দেওয়ায় বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতের কাছে একটি আবেদন জমা করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। দ্রুত বিহারে এসআইআর-র জেরে বাদ পড়া ভোটারদের নামের তালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। আইনজীবীর দাবি, ওই ভোটারদের নাম কেন বাদ পড়ল, সেই কারণও নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে। এরপরই বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এখনই গোটা মামলার ফয়সালা বা নিষ্পত্তি করছি না। আমাদের কোনও সন্দেহই নেই যে ওরা নিজেদের দায়িত্ব পালন করবেন। সর্বোপরি, বাধ্যতামূলক ভাবে এই দায়িত্ব পালন করতে হবে তাঁদের।’
নির্বাচন কমিশন (ECI) অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভোটারদের নাম গণহারে বাদ দেওয়া হয়নি। কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, যাদের নাম বাদ পড়ার অভিযোগ, তাঁরা কখনও খসড়া তালিকায় ছিলেন না কারণ প্রয়োজনীয় ফর্ম জমা দেননি। যদিও আদালত এই হলফনামা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আইনজীবীর রাকেশ দ্বিবেদী যুক্তি দিয়ে বলেন, ‘আমরা সময় মেপে, নির্দেশ মোতাবেকই কাজ করছি। তারপরেও প্রশান্ত ভূষণ কেন বারংবার একই দাবি করে যাচ্ছেন?’