বিমানের খাবার খেয়ে অসুস্থ যাত্রী, গাফিলতির অভিযোগে জরিমানা এয়ার ইন্ডিয়াকে

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 103
পুবের কলম, ওয়েবডেস্ক: জরিমানার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। খাবারে চুল থাকায় এয়ার ইন্ডিয়াকে ৩৫,০০০ টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট। জরিমানার টাকা যাত্রীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, বিমানে যাত্রা করার সময় খাবার অর্ডার দিয়েছিলেন এক যাত্রী। সেই খাবারে চুল পাওয়া যায়। ওই খাবার খাওয়ার পর যাত্রীর পেটে ব্যথা হচ্ছিল। বমি-বমি পাচ্ছিল। বিমানটি অবতরণের পর একজন সিনিয়র ক্যাটারিং ম্যানেজার ওই যাত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও ওই যাত্রী তার সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। এরপরই সরাসরি বিমানবন্দর ম্যানেজারের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
পরে এই মামলা গড়ায় মাদ্রাজ হাইকোর্টে। এদিন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি বি বালাজি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা এই বিষয়ে তাঁর লিখিত বক্তব্যে অসঙ্গতিপূর্ণ ছিলেন। উদাহরণস্বরূপ একটি পর্যায়ে দাবি করা হয়েছিল যে বিমানে সাতজন ক্রু ছিলেন। তবে যাত্রী কারও কাছে অভিযোগ করেননি। বিচারপতি বলেন, ‘লিখিত বক্তব্যের বিপরীতে, অভিযুক্তরা আসলে স্বীকার করেছেন যে যাত্রীকে দেওয়া খাবারের প্যাকেটে চুল ছিল। এসব কথা মাথায় রেখে, আমি মনে করি না যে কেবল ক্যাটারারকে অভিযুক্ত করা উচিত।’ সেইসঙ্গে তিনি বলেন, এয়ার ইন্ডিয়া এই বিষয়ে স্পষ্টতই গাফিলতি করেছে। এমন পরিস্থিতিতে, প্যাকেটে চুল পাওয়া গেলে তিনি ক্ষতিপূরণ দিতে স্পষ্টতই দায়বদ্ধ।