উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 229
পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মধ্যেই এই ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এ বছর পাশের হার বেড়ে হয়েছে ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। গত বছর পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৩.৮১% এবং মেয়েদের ৯৩.৬৫%।
জেলায় জেলায় ফলের নিরিখে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা, দ্বিতীয় নদিয়া ও তৃতীয় হাওড়া। কলকাতার স্থান ১২তম। বিভাগভিত্তিক ফলাফলে সর্বোচ্চ সাফল্য বিজ্ঞান বিভাগে— পাশের হার ৯৮.৮০%, কমার্সে ৯৪.১৯% এবং আর্টসে ৯২.৫৪%।
মেধাতালিকায় মোট ৬৯ জন স্থান পেয়েছেন, যার মধ্যে ৬৮ জন বিজ্ঞান বিভাগের ও ১ জন কমার্স বিভাগের। ৬৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী রয়েছেন এই তালিকায়।
প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে নেওয়া এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৬.৬ লক্ষ পরীক্ষার্থী। সংসদ জানিয়েছে, ওএমআর পদ্ধতির জন্যই উপস্থিতির হার বেড়েছে। চূড়ান্ত ফল প্রকাশ পাবে চতুর্থ সেমেস্টারের শেষে।











































