২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষই ভুয়ো, ভোটচুরি নিয়ে ‘হাইড্রোজেন বোমা’ ফাটালেন রাহুল
- আপডেট : ৫ নভেম্বর ২০২৫, বুধবার
- / 136
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভোট চুরি নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। গত বছর হয়ে যাওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুললেন তিনি। সাংবাদিক সম্মেলনে রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে রাহুল দেখিয়ে দিলেন, কীভাবে হাজার হাজার ভোট চুরি হয়েছে। রাহুলের দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। পাশাপাশি, এদিন তিনি এক মহিলার ছবিও দেখান। ওই মহিলা ব্রাজিলের এক মডেল। তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কখনও তিনি সীমা, কখনও সুইটি, আবার কখনও সরস্বতী।
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐚 𝐁𝐫𝐚𝐳𝐢𝐥𝐢𝐚𝐧 𝐰𝐨𝐦𝐚𝐧 𝐝𝐨𝐢𝐧𝐠 𝐨𝐧 𝐇𝐚𝐫𝐲𝐚𝐧𝐚'𝐬 𝐞𝐥𝐞𝐜𝐭𝐨𝐫𝐚𝐥 𝐥𝐢𝐬𝐭?
❓ Who is this lady?
❓ How old is she?
❓ Where is she from?She voted 22 times in Haryana, across 10 different booths in the state, using multiple names: Seema,… pic.twitter.com/3VHdBDLc14
— Congress (@INCIndia) November 5, 2025
প্রসঙ্গত, গত হরিয়ানা বিধানসভার ভোটে ৪৮ আসন পেয়েছি বিজেপি। যেখানে ম্যাজিক ফিগার ৪৬। রাহুল প্রমাণ দিয়ে জানালেন, ‘উত্তরপ্রদেশের ভোটার ভোট দিয়ে গিয়েছে হরিয়ানা বিধানসভায়। এরকম হাজার হাজার হয়েছে। নির্বাচন কমিশন সব জানে।’ কংগ্রেস সাংসদের অভিযোগ, কংগ্রেসকে হারানোর জন্যই ইচ্ছাকৃতভাবে এই কারসাজি করেছিল গেরুয়া শিবির।
রাহুলের কথায়, ‘এই ভোট চুরির জন্যই কংগ্রেসকে হরিয়ানায় হারতে হয়েছে। আর তা ধরা পড়ে গেছে। শুধু তাই নয়, ভোট চুরি হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশেও। সেই চুরিও ধরা পড়েছে। বিজেপি ভোট চুরি করছে। হরিয়ানায় ভোটার লিস্টে বড়সড় গোলমাল ধরা পড়েছে।’















































