০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেমি ফাইনালে আফ্রিদিকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি টি-২০ বিশ্বকাপ নজরকাড়া পারফরম্যান্স করে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে এসেছে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচে কাদের পাল্লা ভারি থাকবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানান মতানৈক্য রয়েছে। তবে আজ সংবাদিক সম্মেলনে এসে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়ে দিলেন, সেমির লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি। 

তিনি বলেন, ”আমরা পুরো টুর্নামেন্টে দেখেছি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পাওয়ার প্লে কতোটা গুরুত্বপূর্ণ। মিডল ওভার ও ডেথ ওভারের অবস্থা একই রকম। পাওয়ার প্লে হল আসল বিষয়। শাহিন আফ্রিদি খু্ব ভালো করছে। আর তার বোলিংই (পাওয়ার প্লেতে) হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট।’ ফিঞ্চ আরও বলেন, ‘পাকিস্তান  এবারের টুর্নামেন্টে বেশ ভালো খেলছে। ফলে তাদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি এ সময়ের সবচেয়ে জমজমাট ম্যাচ হবে।ওরা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে, পুরো টুর্নামেন্টজুরে অসাধারণ খেলেছে’ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেমি ফাইনালে আফ্রিদিকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি টি-২০ বিশ্বকাপ নজরকাড়া পারফরম্যান্স করে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে এসেছে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচে কাদের পাল্লা ভারি থাকবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানান মতানৈক্য রয়েছে। তবে আজ সংবাদিক সম্মেলনে এসে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়ে দিলেন, সেমির লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি। 

তিনি বলেন, ”আমরা পুরো টুর্নামেন্টে দেখেছি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পাওয়ার প্লে কতোটা গুরুত্বপূর্ণ। মিডল ওভার ও ডেথ ওভারের অবস্থা একই রকম। পাওয়ার প্লে হল আসল বিষয়। শাহিন আফ্রিদি খু্ব ভালো করছে। আর তার বোলিংই (পাওয়ার প্লেতে) হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট।’ ফিঞ্চ আরও বলেন, ‘পাকিস্তান  এবারের টুর্নামেন্টে বেশ ভালো খেলছে। ফলে তাদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি এ সময়ের সবচেয়ে জমজমাট ম্যাচ হবে।ওরা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে, পুরো টুর্নামেন্টজুরে অসাধারণ খেলেছে’