পুবের কলম, ওয়েবডেস্ক: আজ (শনিবার) রাজ্যজুড়ে শুরু হচ্ছে এসআইআরের শুনানি পর্ব। রাজ্যের ৩,২৩৪ কেন্দ্রে এই শুনানি করা হবে। বাংলার ৩১.৩৮ লক্ষ ভোটারকে নোটিস জারি করে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানি পর্বে ডাক পাওয়া ভোটার প্রামাণ্য নথি হিসাবে যা জমা দেবেন, তার যথার্থতা প্রমাণে সব থেকে বেশি জোর দিতে বলা হয়েছে। এই মর্মে নির্দেশিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, প্রথম দফার এসআইআর প্রক্রিয়া শেষে খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। রাজ্যজুড়ে বাদ পড়ে লক্ষ লক্ষ ভোটারের নাম। কমিশনের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৪টি জেলায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই।


































