পুবের কলম, ওয়েবডেস্ক: প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ও ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ (IOS)-এর চেয়ারম্যান ড. মহম্মদ মানজুর আলম মঙ্গলবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৪৫ সালের ৯ অক্টোবর বিহারের মধুবনীর রামপুরে জন্মগ্রহণ করেন ড. আলম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জনের পর দীর্ঘ সময় ধরে তিনি একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সৌদি আরবের অর্থ মন্ত্রকে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রিয়াধের ইমাম মুহাম্মদ-বিন-সৌদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইকোনমিক্স বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবেও অধ্যাপনা করেছেন।
তিনি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং মুসলিম সোশ্যাল সায়েন্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
সমাজবিজ্ঞান ও মুসলিম জনজীবনসংক্রান্ত গবেষণা ও বৌদ্ধিক পরিমণ্ডলে ড. আলমের অন্যতম বড় অবদান ছিল ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ (IOS)। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় সমাজে বিশেষত মুসলিম জনসমাজের নানা প্রশ্ন ও বাস্তব সমস্যাকে কেন্দ্র করে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালনাই IOS-এর উদ্দেশ্য ছিল। ড. মানজুর আলমের মৃত্যুতে একাডেমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।






























