পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুরের কাটজুনগর স্বর্ণমন্দির বিদ্যাপীঠে মঙ্গলবার শুনানিতে ডাকা হয়েছিল টলিউড সুপারস্টার ও তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। খবর ছড়াতেই সকাল থেকে এলাকায় জমে যায় ভক্ত ও সংবাদমাধ্যমের ভিড়। নোটিস অনুযায়ী দুপুর ১২টায় আসার কথা থাকলেও দেব পৌঁছন সাড়ে ১২টার কিছু পরে। শুনানি কেন্দ্রে তাঁর উপস্থিতি ছিল মাত্র ১০ মিনিটের মতো। ভোটার পরিচয় সংক্রান্ত শুনানিতে কী নথি চাওয়া হয়েছিল—সাংবাদিকদের সেই প্রশ্নে দেব হাসতে হাসতে বলেন, ‘ভিতরে অনেক ছবি তুললাম, অনেক অটোগ্রাফ দিলাম, আর কয়েকটা কাগজে সই করলাম।’
এই প্রসঙ্গে দেব প্রশ্ন তোলেন, এত অল্প সময়ে কেন বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া চালানো হচ্ছে। তাঁর কথায়, নির্বাচন যেহেতু ২০২৬ সালে, তাহলে এক বছর আগে কেন এই প্রক্রিয়া শুরু হলো না—এটাই সাধারণ নাগরিকদের বড় প্রশ্ন।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামিছিলেও উপস্থিত ছিলেন দেব। সেখানেই বিশিষ্ট নাগরিকদের শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। দেব এ বিষয়ে বলেন, রাজনৈতিক জীবনে হয়রানি নতুন কিছু নয়। প্রসঙ্গত, দেব দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা। যদিও পরিবারের আরও সদস্যকে শুনানিতে ডাকা হয়েছিল, এদিন তাঁরা কেউ উপস্থিত ছিলেন না।
































