পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার পরই এই প্রক্রিয়া শুরু হয়। মার্কিন প্রশাসনের দাবি, ইতিমধ্যে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল বিক্রি সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রথম তেলচালান পৌঁছায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল আমদানি করে তা বিশ্ববাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার বাস্তবায়ন হিসেবেই প্রথম দফার বিক্রি সম্পন্ন হয়েছে।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে চায়। তবে বিশেষজ্ঞদের মতে, আইনি অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বড় তেল কোম্পানিগুলো এখনই সেখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও এই খাতের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলেই মনে করা।
































