বিরাট আরও ৬-৭ বছর খেলবে: শাস্ত্রী
- আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
- / 55
পুবের কলম, ওয়েবডেস্কঃ আরও ৬ থেকে ৭ বছর ভারতীয় দলের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলতে পারবেন বিরাট কোহলি, এমনটাই জানিয়েছেন ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রী। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। এমনটা মনে করা হচ্ছে যে হয়তো টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেবেন বিরাট কোহলি।
কিন্তু রবি শাস্ত্রীর কথায়,’ ক্যাপ্টেন হিসেবে বিরাটের এখনো অনেক কিছু দেবার আছে। ও যা অর্জন করেছে সেটা অভাবনীয়। দীর্ঘসময় খেলে যাবার জন্য যা যা প্রয়োজন সবটাই রয়েছে বিরাটের মধ্যে। ওর মধ্যে স্পোর্টসম্যান সুলভ অভিব্যক্তি সবসময় কাজ করে। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বিরাট কোনদিনই মাথা ঘামায় না। এটাই ওর সব থেকে বড় প্লাস পয়েন্ট। তাই আরও ৬-৭ বছর খেলা বিরাটের পক্ষে কোন অসম্ভব কাজ নয়।’
সঙ্গে শাস্ত্রী আরও জানালেন, ‘ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন হিসেবে বিরাটকে নিয়ে কোন প্রশ্ন হবে না। এত কম সময়ের মধ্যে এত সাফল্য অনেক মহান ক্রিকেটারের মধ্যেই দেখা যায় না। ও নিজের সাফল্যটাকে দারুণ এনজয় করে চলেছে।’





















































