০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধোনি হয়ে উঠছেন পন্থ!

পুবের কলম
  • আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্কঃ ধীরে ধীরে কি মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠছেন  ঋষভ পন্থ? রাঁচিতে ধোনির শহরে যেভাবে ম্যাচের ১৮  ওভারের প্রথম দুটো বলে জিমি নিশামকে তুলে দুটো ছক্কা মারলেন তাতে অনেকেই ধোনির  সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঋষভ পন্থের।

টি ২০ ক্রিকেটে এমনিতেই পন্থের ব্যাট থেকে মাঝেমধ্যেই বেরিয়ে আসে বড় শট। শুক্রবারও ধোনির শহরে তেমনই দুটো বড় শট মারলেন ঋষভ পন্থ। একেবারে মহেন্দ্র সিং ধোনির স্টাইলেই। এলেন, দেখলেন, জয় করলেন। জয়ের ভিত আগেই তৈরি করে দিয়েছিলেন রোহিত শর্মা ও কে এল রাহুল। তারা আউট হবার পর সূর্য কুমার যাদব খুব একটা সুবিধা করতে না পারলেও ভেঙ্কটেশ আয়ার ও ঋষভ পন্থ বাকি কাজটা সেরে ফেলেন। 

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

বিশেষ করে পন্থ। দু’ বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিলেন পন্থ। ফিনিশিংটা একেবারে ধোনির স্টাইলেই।  আরও মজার ঘটনা হল দুজনেই ভারতীয় উইকেটকিপার।  ধোনি অবসর নেবার পর সেই জায়গায় এসেছেন ঋষভ পন্থ। আবার মারলেন তো মারলেন, একেবারে খোদ ধোনির শহরেই।  দু ওভার বাকি থাকতেই যেভাবে পরপর দু’বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিলেন ঋষভ পন্থ তাতে তিনি ফিনিশার ধোনিকে  মনে করিয়ে দিলেন।

আরও পড়ুন: সিএসকে অনুশীলনে ধোনি ধামাকা

আরও পড়ুন: ভাঙলেন ধোনির সহ একাধিক রেকর্ড, ঋষভের সেঞ্চুরি তে স্বস্তিতে ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধোনি হয়ে উঠছেন পন্থ!

আপডেট : ২০ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ধীরে ধীরে কি মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠছেন  ঋষভ পন্থ? রাঁচিতে ধোনির শহরে যেভাবে ম্যাচের ১৮  ওভারের প্রথম দুটো বলে জিমি নিশামকে তুলে দুটো ছক্কা মারলেন তাতে অনেকেই ধোনির  সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঋষভ পন্থের।

টি ২০ ক্রিকেটে এমনিতেই পন্থের ব্যাট থেকে মাঝেমধ্যেই বেরিয়ে আসে বড় শট। শুক্রবারও ধোনির শহরে তেমনই দুটো বড় শট মারলেন ঋষভ পন্থ। একেবারে মহেন্দ্র সিং ধোনির স্টাইলেই। এলেন, দেখলেন, জয় করলেন। জয়ের ভিত আগেই তৈরি করে দিয়েছিলেন রোহিত শর্মা ও কে এল রাহুল। তারা আউট হবার পর সূর্য কুমার যাদব খুব একটা সুবিধা করতে না পারলেও ভেঙ্কটেশ আয়ার ও ঋষভ পন্থ বাকি কাজটা সেরে ফেলেন। 

আরও পড়ুন: ICC Champions Trophy: সৌরভ ধোনির সঙ্গে একাসনে রোহিত

বিশেষ করে পন্থ। দু’ বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিলেন পন্থ। ফিনিশিংটা একেবারে ধোনির স্টাইলেই।  আরও মজার ঘটনা হল দুজনেই ভারতীয় উইকেটকিপার।  ধোনি অবসর নেবার পর সেই জায়গায় এসেছেন ঋষভ পন্থ। আবার মারলেন তো মারলেন, একেবারে খোদ ধোনির শহরেই।  দু ওভার বাকি থাকতেই যেভাবে পরপর দু’বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিলেন ঋষভ পন্থ তাতে তিনি ফিনিশার ধোনিকে  মনে করিয়ে দিলেন।

আরও পড়ুন: সিএসকে অনুশীলনে ধোনি ধামাকা

আরও পড়ুন: ভাঙলেন ধোনির সহ একাধিক রেকর্ড, ঋষভের সেঞ্চুরি তে স্বস্তিতে ভারত