২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পের চেয়ে উসমান ডেম্বেলেকে ভালো ফুটবলারের সার্টিফিকেট দিলেন বার্সা সভাপতি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্কঃ ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে মোনাকোতে ওড়া শুরু করেছিলেন, সেখানে উসমান ডেম্বেলেও রেঁনের হয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে ধারাবাহিকভাবে নজরকাড়া ফুটবল খেলে নিজের ফুটবল জাত চেনাতে থাকেন। যদিও বর্তমান সময়ে ধারাবাহিক ভাবে অসাধারণ ফুটবল খেলে ডেম্বেলেকে অনেকটাই ছাড়িয়ে গিয়েছেন এমবাপ্পে। মাত্র ২২ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি অবিশ্বাস্য পারফরম্যান্স করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন।

যদিও এ ব্যাপারে একমত হতে পারছেন না বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, এমবাপ্পের চেয়েও উসমান ডেম্বেলেই অনেক ভালোমানের ফুটবলার। সে এখনও নিজে নামের প্রতি সুবিচার করতে না পারলেও এমবাপ্পের চেয়ে ডেম্বেলেকে এগিয়ে রাখলেন তিনি। কাতালান টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘ডেম্বেলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো এবং সে বার্সেলোনায় থাকতে চায়। আমরাও চাই সে থাকুক, কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা আশাবাদি, সে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করবে। আমি ডেম্বেলেকে নিয়ে আশাবাদী। আমরা সবাই জানি, এমবাপ্পের চেয়ে ডেম্বেলে বড় মাপের খেলোয়াড়।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

 

আরও পড়ুন: পিএসজিকে হুঁশিয়ারি, নেইমারকে না বিদায় দিলে কঠিন সিদ্ধান্ত নেবেন এমবাপ্পে

ফ্রান্সের হয়ে দুজনই বিশ্বকাপ জিতলেও বেশি আলো ছড়িয়েছেন এমবাপ্পেই।চলতি মৌসুমে পিএসজির হয়ে সবধরনের প্রতিযোগিতায় ২০ ম্যাচে ৯ গোল করেছেনএমবাপ্পে। অন্যদিকে, ইনজুরির কারণেবার্সেলোনার হয়ে এই মৌসুমে নিয়মিত মাঠেনামা হচ্ছে নাউসমান দেম্বেলের। সবমিলিয়ে ৩ ম্যাচে বদলি খেলে এখনো গোলের দেখা পাননিদেম্বেলে।

আরও পড়ুন: ফের মেসি, নেইমার, এমবাপ্পের গোলে জয় পিএসজির

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এমবাপ্পের চেয়ে উসমান ডেম্বেলেকে ভালো ফুটবলারের সার্টিফিকেট দিলেন বার্সা সভাপতি

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে মোনাকোতে ওড়া শুরু করেছিলেন, সেখানে উসমান ডেম্বেলেও রেঁনের হয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে ধারাবাহিকভাবে নজরকাড়া ফুটবল খেলে নিজের ফুটবল জাত চেনাতে থাকেন। যদিও বর্তমান সময়ে ধারাবাহিক ভাবে অসাধারণ ফুটবল খেলে ডেম্বেলেকে অনেকটাই ছাড়িয়ে গিয়েছেন এমবাপ্পে। মাত্র ২২ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি অবিশ্বাস্য পারফরম্যান্স করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন।

যদিও এ ব্যাপারে একমত হতে পারছেন না বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, এমবাপ্পের চেয়েও উসমান ডেম্বেলেই অনেক ভালোমানের ফুটবলার। সে এখনও নিজে নামের প্রতি সুবিচার করতে না পারলেও এমবাপ্পের চেয়ে ডেম্বেলেকে এগিয়ে রাখলেন তিনি। কাতালান টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘ডেম্বেলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো এবং সে বার্সেলোনায় থাকতে চায়। আমরাও চাই সে থাকুক, কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা আশাবাদি, সে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করবে। আমি ডেম্বেলেকে নিয়ে আশাবাদী। আমরা সবাই জানি, এমবাপ্পের চেয়ে ডেম্বেলে বড় মাপের খেলোয়াড়।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

 

আরও পড়ুন: পিএসজিকে হুঁশিয়ারি, নেইমারকে না বিদায় দিলে কঠিন সিদ্ধান্ত নেবেন এমবাপ্পে

ফ্রান্সের হয়ে দুজনই বিশ্বকাপ জিতলেও বেশি আলো ছড়িয়েছেন এমবাপ্পেই।চলতি মৌসুমে পিএসজির হয়ে সবধরনের প্রতিযোগিতায় ২০ ম্যাচে ৯ গোল করেছেনএমবাপ্পে। অন্যদিকে, ইনজুরির কারণেবার্সেলোনার হয়ে এই মৌসুমে নিয়মিত মাঠেনামা হচ্ছে নাউসমান দেম্বেলের। সবমিলিয়ে ৩ ম্যাচে বদলি খেলে এখনো গোলের দেখা পাননিদেম্বেলে।

আরও পড়ুন: ফের মেসি, নেইমার, এমবাপ্পের গোলে জয় পিএসজির