২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিটনেস ঠিক থাকলে অনেকদিন খেলতে পারবে অক্ষর প্যাটেলঃকোহলি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 38

পুবের কলম প্রতিবেদকঃ  মুন্বই টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ১-০ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ  অবদান রাখেন  ভারতীয় দলের স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ব্যাট ও  বল দুটিতেই তিনি নজর কাড়েন। এবার ভারতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সফরের আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানালেন– নিজের ফিটনেসের ওপর পুরো নজর দিলে– অক্ষর অনেকদিন ধরে দেশের হয়ে ক্রিকেট  খেলতে পারবে। প্রসঙ্গত– মুন্বই টেস্টে   প্রথম ইনিংসে অক্ষর ৫২ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪১ রান করেন। পাশাপাশি ম্যাচে তিনি মোট তিনটি  উইকেট দখল  করেন।

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের পরে কোহলি বলেন– ‘অক্ষর  দলের গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার। ও থাকলে টিমে ভারসাম্য থাকে। টি-২০ এবং টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার পরে নিজের ক্ষমতার জোরেই অক্ষর ভালো পারফরম্যান্স করে আসছে। সবচেয়ে উল্লেূযোগ্য ব্যাপার হল– ও ফরম্যাট অনুযায়ী  নিজের খেলাকে নিয়ন্ত্রণ  করতে পারে– আর আমার মনে হয়– অক্ষর যদি নিজের ফিটনেস ঠিকঠাক রাখতে পারে এবং  নিজের  খেলায় উন্নতি করার চেষ্টা চালিয়ে যেতে থাকে তাহলে সে জাতীয় দলের হয়ে অনেক দিন ধরে খেলতে পারবে।’

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

 

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিটনেস ঠিক থাকলে অনেকদিন খেলতে পারবে অক্ষর প্যাটেলঃকোহলি

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ  মুন্বই টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ১-০ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ  অবদান রাখেন  ভারতীয় দলের স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ব্যাট ও  বল দুটিতেই তিনি নজর কাড়েন। এবার ভারতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেই সফরের আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানালেন– নিজের ফিটনেসের ওপর পুরো নজর দিলে– অক্ষর অনেকদিন ধরে দেশের হয়ে ক্রিকেট  খেলতে পারবে। প্রসঙ্গত– মুন্বই টেস্টে   প্রথম ইনিংসে অক্ষর ৫২ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪১ রান করেন। পাশাপাশি ম্যাচে তিনি মোট তিনটি  উইকেট দখল  করেন।

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের পরে কোহলি বলেন– ‘অক্ষর  দলের গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার। ও থাকলে টিমে ভারসাম্য থাকে। টি-২০ এবং টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার পরে নিজের ক্ষমতার জোরেই অক্ষর ভালো পারফরম্যান্স করে আসছে। সবচেয়ে উল্লেূযোগ্য ব্যাপার হল– ও ফরম্যাট অনুযায়ী  নিজের খেলাকে নিয়ন্ত্রণ  করতে পারে– আর আমার মনে হয়– অক্ষর যদি নিজের ফিটনেস ঠিকঠাক রাখতে পারে এবং  নিজের  খেলায় উন্নতি করার চেষ্টা চালিয়ে যেতে থাকে তাহলে সে জাতীয় দলের হয়ে অনেক দিন ধরে খেলতে পারবে।’

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

 

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও