০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঋতুরাজ গায়কোয়াডকে জাতীয় দলে দেখতে চান বেঙ্গসরকার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 26

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইতিমধ্যেই ভারতের টেস্ট দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কয়েকদিনের  মধ্যে ঘোষণা করা হবে ওয়ানডে স্কোয়াডও। তার আগে ওয়ানডে দলে ঋতুরাজ  গাওকোয়াডকে নেওয়ার জন্য দাবি তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক  তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। প্রসঙ্গত–আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে নির্বাচকেরা এখন  ঘরোয়া  টুর্নামেন্ট বিজয় হাজারেতে খেলোয়াড়দের পারফরম্যান্সও  দেখে  নিতে চাইছেন।

এদিকে বিজয় হাজারেতে ব্যাট হাতে অপ্রতিরোধ্য দেখাচ্ছে  ঋতুরাজ গায়কোয়াডকে। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচেই তিনি শতরান হাঁকিয়েছেন। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো ব্যাট করেছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বেঙ্গসরকার বলেন– ‘নিজেকে প্রমাণ করার জন্য ঋতুরাজকে আর কত রান করতে হবে? ফর্মে থাকার সময়েই কোনও খেলোয়াড়কে দলে নেওয়া উচিৎ। ঠিকঠাক  সুযোগ করে দিতে নির্বাচকদের উচিৎ এখনই  ওকে জাতীয় দলে নেওয়া।’ একই সঙ্গে বেঙ্গসরকারের সংযোজন– ‘ঋতুরাজ তিন নম্বরে ব্যাট করতে পারে। ওর অবশ্যই দলে ডাক পাওয়া উচিৎ। ঋতুরাজের বয়স এখনই  ২৪ বছর। তিন-চার বছর পরে ওকে দলে নেওয়ার কোনও মানে নেই। ’ উল্লে্খ্য – বিজয় হাজারেতে প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের  অধিনায়ক  ঋতুরাজ ১৩৬ রান করেন। দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে তিনি ১৫৪ রান করে অপরাজিত থাকেন– এবং তৃতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ১২৪ রান।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঋতুরাজ গায়কোয়াডকে জাতীয় দলে দেখতে চান বেঙ্গসরকার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইতিমধ্যেই ভারতের টেস্ট দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কয়েকদিনের  মধ্যে ঘোষণা করা হবে ওয়ানডে স্কোয়াডও। তার আগে ওয়ানডে দলে ঋতুরাজ  গাওকোয়াডকে নেওয়ার জন্য দাবি তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক  তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। প্রসঙ্গত–আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে নির্বাচকেরা এখন  ঘরোয়া  টুর্নামেন্ট বিজয় হাজারেতে খেলোয়াড়দের পারফরম্যান্সও  দেখে  নিতে চাইছেন।

এদিকে বিজয় হাজারেতে ব্যাট হাতে অপ্রতিরোধ্য দেখাচ্ছে  ঋতুরাজ গায়কোয়াডকে। টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচেই তিনি শতরান হাঁকিয়েছেন। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো ব্যাট করেছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বেঙ্গসরকার বলেন– ‘নিজেকে প্রমাণ করার জন্য ঋতুরাজকে আর কত রান করতে হবে? ফর্মে থাকার সময়েই কোনও খেলোয়াড়কে দলে নেওয়া উচিৎ। ঠিকঠাক  সুযোগ করে দিতে নির্বাচকদের উচিৎ এখনই  ওকে জাতীয় দলে নেওয়া।’ একই সঙ্গে বেঙ্গসরকারের সংযোজন– ‘ঋতুরাজ তিন নম্বরে ব্যাট করতে পারে। ওর অবশ্যই দলে ডাক পাওয়া উচিৎ। ঋতুরাজের বয়স এখনই  ২৪ বছর। তিন-চার বছর পরে ওকে দলে নেওয়ার কোনও মানে নেই। ’ উল্লে্খ্য – বিজয় হাজারেতে প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্রের  অধিনায়ক  ঋতুরাজ ১৩৬ রান করেন। দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে তিনি ১৫৪ রান করে অপরাজিত থাকেন– এবং তৃতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ১২৪ রান।