০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিকের প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 84

পুবের কলম ওয়েবডেস্কঃ অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অলিম্পিক গেমসে ক্রিকেটের ইভেন্ট যুক্ত করার চেষ্টা চালাছিল।আশা করা হচ্ছিল ২০২৮ সালে আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই  থাকবে ক্রিকেট। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদের প্রাথমিক তালিকায় ক্রিকেটকে রাখেনি। সেখানে আইওসির নির্বাহী বোর্ড ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিং সহ ২৮টি ডিসিপ্লিনের প্রস্তাব করেছেখ কিন্তু তার মধ্যে ক্রিকেট নেই। এ ব্যাপারে আইসিসি বলছে, প্রাথমিক তালিকায় ক্রিকেট না থাকা প্রত্যাশিত। পরে  প্রক্রিয়া মেনেই ক্রিকেট তালিকাভুক্ত হবে।

এ ব্যাপারে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ আমাদের সামনে এখনও সুযোগ রয়েছে ক্রিকেটকে তালিকায় যুক্ত করার।’ এদিকে আবার অলিম্পিক কমিটি জানিয়েছে,  নিজেদের লক্ষ্য অনুযায়ী তারা ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। যেমনটা প্রত্যাশা করছিল, সেরকমই হচ্ছে। তাদের অলিম্পিক লক্ষ্য বদল হয় না। যদিও আইসিসি’র কর্মকর্তা বলেন, ‘ক্রিকেট কখনই প্রাথমিক তালিকায় থাকবে না। প্রাথমিক ক্রীড়া ইভেন্টের তালিকাটি শুধুমাত্র সেই খেলাগুলোর জন্য যা ইতিমধ্যে অলিম্পিকে হয়েছে । এর বাইরের খেলাগুলোর জন্য আয়োজক শহরের প্রক্রিয়া পরের বছর শুরু হবে। আমরা এর অংশ হব। প্রাথমিক তালিকায় না থাকার ব্যাপারটি আমাদের প্রত্যাশা মতই হয়েছে।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আইসিসির চাপে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে রাজি হয়েছি। এখন সব দায়িত্ব তাদের উপর।’ জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিলে অলিম্পিকে অংশগ্রহণ করতে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে একটি রেজোলিউশন গ্রহণ করে। এরপরই অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।  আইসিসির অলিম্পিক কমিটির নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সদস্য হিসেবে রয়েছেন ইন্দ্রা নুয়ি, জিম্বাবোয়ের তাভেংওয়া মুকুহলানি, মালয়েশিয়ার মাহিন্দা ভালিপুরম এবং আমেরিকার পরাগ মারাঠে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

 

আরও পড়ুন: সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অলিম্পিকের প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অলিম্পিক গেমসে ক্রিকেটের ইভেন্ট যুক্ত করার চেষ্টা চালাছিল।আশা করা হচ্ছিল ২০২৮ সালে আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই  থাকবে ক্রিকেট। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদের প্রাথমিক তালিকায় ক্রিকেটকে রাখেনি। সেখানে আইওসির নির্বাহী বোর্ড ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিং সহ ২৮টি ডিসিপ্লিনের প্রস্তাব করেছেখ কিন্তু তার মধ্যে ক্রিকেট নেই। এ ব্যাপারে আইসিসি বলছে, প্রাথমিক তালিকায় ক্রিকেট না থাকা প্রত্যাশিত। পরে  প্রক্রিয়া মেনেই ক্রিকেট তালিকাভুক্ত হবে।

এ ব্যাপারে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ আমাদের সামনে এখনও সুযোগ রয়েছে ক্রিকেটকে তালিকায় যুক্ত করার।’ এদিকে আবার অলিম্পিক কমিটি জানিয়েছে,  নিজেদের লক্ষ্য অনুযায়ী তারা ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। যেমনটা প্রত্যাশা করছিল, সেরকমই হচ্ছে। তাদের অলিম্পিক লক্ষ্য বদল হয় না। যদিও আইসিসি’র কর্মকর্তা বলেন, ‘ক্রিকেট কখনই প্রাথমিক তালিকায় থাকবে না। প্রাথমিক ক্রীড়া ইভেন্টের তালিকাটি শুধুমাত্র সেই খেলাগুলোর জন্য যা ইতিমধ্যে অলিম্পিকে হয়েছে । এর বাইরের খেলাগুলোর জন্য আয়োজক শহরের প্রক্রিয়া পরের বছর শুরু হবে। আমরা এর অংশ হব। প্রাথমিক তালিকায় না থাকার ব্যাপারটি আমাদের প্রত্যাশা মতই হয়েছে।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আইসিসির চাপে আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে রাজি হয়েছি। এখন সব দায়িত্ব তাদের উপর।’ জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিলে অলিম্পিকে অংশগ্রহণ করতে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে একটি রেজোলিউশন গ্রহণ করে। এরপরই অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।  আইসিসির অলিম্পিক কমিটির নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সদস্য হিসেবে রয়েছেন ইন্দ্রা নুয়ি, জিম্বাবোয়ের তাভেংওয়া মুকুহলানি, মালয়েশিয়ার মাহিন্দা ভালিপুরম এবং আমেরিকার পরাগ মারাঠে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

 

আরও পড়ুন: সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল