২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণবিদ্বেষের অভিযোগ স্মিথ-বাউচারদের বিরুদ্ধে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্কঃআগামী ২৬ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে বক্সিং-ডে টেস্ট শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার। তার আগেই তদন্তের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তার। ওই দুই শীর্ষ কর্মকর্তা হলেন বোর্ডের ডিরেক্টর ও প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বর্তমান হেড কোচ মার্ক বাউচার। তাদের দু’জনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণিত হলে দুইজনকেই পদ খোয়াতে হতে পারে বলে শোনা গিয়েছে। এদিন এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়েছে, সামাজিক ন্যায়বিচার এবং জাতিগঠন কমিশনের সুপারিশে এই তদন্ত শুরু করা হবে।

গ্রেম স্মিথ ও বাউচারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মনোভাব নিয়ে ২৩৫ পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এই কমিশন। বর্ণবিদ্বেষ নিয়ে সারা বিশ্বে তুমুল আন্দোলন শুরু হওয়ার পর অনেকেই এর বিরুদ্ধে নিজের মনোভাব তুলে ধরছেন। এর মাঝে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্যাডামস অভিযুক্ত করেছেন স্মিথ, বাউচার ও এবি ডি ভিলিয়ার্সকে। তার অভিযোগ, জাতীয় দলের হয়ে তিনি খেলার সময় তাকে ‘ব্রাউন’ বলে ডাকা হত। প্রোটিয়াস ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, এই অভিযোগ নাকি অনেকটা সত্যি। যদিও স্মিথ, বাউচার, ডি ভিলিয়ার্স নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। রিপোর্টে লেখা রয়েছে, এই তিনজনই কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের দলে নির্বাচনের সময় বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করতেন। তারই সঙ্গে অভিযোগের আঙুল তোলা হয়েছে বোর্ডের প্রশাসকদের দিকে, যারা বিষয়টিকে তেমন গুরুত্বই দিতে চাননি।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ইইওসির তদন্তের মুখে টিসিএস

 

আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে,  আজ শুনানি হাইকোর্টে

আরও পড়ুন: কেদারনাথের গর্ভগৃহের দেওয়ালে সোনার বদলে লাগানো হয়েছে পিতল, ১২৫ কোটির দুর্নীতির অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ণবিদ্বেষের অভিযোগ স্মিথ-বাউচারদের বিরুদ্ধে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃআগামী ২৬ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে বক্সিং-ডে টেস্ট শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার। তার আগেই তদন্তের মুখে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুই শীর্ষ কর্মকর্তার। ওই দুই শীর্ষ কর্মকর্তা হলেন বোর্ডের ডিরেক্টর ও প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বর্তমান হেড কোচ মার্ক বাউচার। তাদের দু’জনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণিত হলে দুইজনকেই পদ খোয়াতে হতে পারে বলে শোনা গিয়েছে। এদিন এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়েছে, সামাজিক ন্যায়বিচার এবং জাতিগঠন কমিশনের সুপারিশে এই তদন্ত শুরু করা হবে।

গ্রেম স্মিথ ও বাউচারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মনোভাব নিয়ে ২৩৫ পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এই কমিশন। বর্ণবিদ্বেষ নিয়ে সারা বিশ্বে তুমুল আন্দোলন শুরু হওয়ার পর অনেকেই এর বিরুদ্ধে নিজের মনোভাব তুলে ধরছেন। এর মাঝে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্যাডামস অভিযুক্ত করেছেন স্মিথ, বাউচার ও এবি ডি ভিলিয়ার্সকে। তার অভিযোগ, জাতীয় দলের হয়ে তিনি খেলার সময় তাকে ‘ব্রাউন’ বলে ডাকা হত। প্রোটিয়াস ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, এই অভিযোগ নাকি অনেকটা সত্যি। যদিও স্মিথ, বাউচার, ডি ভিলিয়ার্স নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। রিপোর্টে লেখা রয়েছে, এই তিনজনই কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের দলে নির্বাচনের সময় বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করতেন। তারই সঙ্গে অভিযোগের আঙুল তোলা হয়েছে বোর্ডের প্রশাসকদের দিকে, যারা বিষয়টিকে তেমন গুরুত্বই দিতে চাননি।

আরও পড়ুন: কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ইইওসির তদন্তের মুখে টিসিএস

 

আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে,  আজ শুনানি হাইকোর্টে

আরও পড়ুন: কেদারনাথের গর্ভগৃহের দেওয়ালে সোনার বদলে লাগানো হয়েছে পিতল, ১২৫ কোটির দুর্নীতির অভিযোগ