২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

করোনা হানা ইংল্যান্ড দলে, আশঙ্কায় অ্যাশেজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 78

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম দিন বক্সিং ডে টেস্ট ঠিকঠাকভাবে শেষ হলেও দ্বিতীয় দিন কিন্তু অনেকটা পরে ম্যাচ শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় আধাঘণ্টা পরে ইংল্যান্ড দল মাঠে আসে। সেখানে জানা যায় ইংল্যান্ড দলের দুই সদস্য সহ মোট চারজন করোনা আক্রান্ত হয়েছেন। আর তাতেই ভরা অ্যাশেজের মধ্যিখানে এই সিরিজ চলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। অনেকের মতে, করোনা পরিস্থিতি খারাপের দিকে এগোলে গোটা অ্যাশেজ সিরিজ বাতিল হতে পারে।যদিও ওই চার সদস্য কারা, সে ব্যাপারে কারোর নাম প্রকাশ করেনি আয়োজকরা।

এর আগে করোনার দাপটে বহু ম্যাচ বাতিল হয়েছে।এমনকি দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরণের খেলা। এবার সেই আতঙ্ক ফিরে আসছে অ্যাশেজ সিরিজে। জানা গিয়েছে, ব্রিটিশ দলের মোট চারজন করোনা আক্রান্ত হওয়ার কারণেই দ্বিতীয় দিনের খেলা দেরিতে শুরু হয়েছে।যদিও প্রথমে মনে করা হচ্ছিল, সিরিজের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেয়নি আয়োজকরা। জানা গিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড় ও ড্রেসিংরুমের স্টাফদের রাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

ইংল্যান্ড দলের যে চারজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি জানায়, দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ইংল্যান্ড দলকে পিসিআর টেস্ট করা হবে। এছাড়া ম্যাচের বাকিটা সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দুই দলকেই। এই মুহূর্তে অ্যাশেজ সিরিজ চলছে, সেই ভিক্টোরিয়ায় বক্সিং ডেতে ৫৭ হাজার ৮১৮ জবের করোনা পরীক্ষায় ১ হাজার ৯৯৯ জনের ফল পজিটিভ এসেছেন।তাই উভয় দলের ক্রিকেটারদের নিয়ে বেশ চিন্তিত দুই দেশের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

 

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা হানা ইংল্যান্ড দলে, আশঙ্কায় অ্যাশেজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম দিন বক্সিং ডে টেস্ট ঠিকঠাকভাবে শেষ হলেও দ্বিতীয় দিন কিন্তু অনেকটা পরে ম্যাচ শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় আধাঘণ্টা পরে ইংল্যান্ড দল মাঠে আসে। সেখানে জানা যায় ইংল্যান্ড দলের দুই সদস্য সহ মোট চারজন করোনা আক্রান্ত হয়েছেন। আর তাতেই ভরা অ্যাশেজের মধ্যিখানে এই সিরিজ চলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। অনেকের মতে, করোনা পরিস্থিতি খারাপের দিকে এগোলে গোটা অ্যাশেজ সিরিজ বাতিল হতে পারে।যদিও ওই চার সদস্য কারা, সে ব্যাপারে কারোর নাম প্রকাশ করেনি আয়োজকরা।

এর আগে করোনার দাপটে বহু ম্যাচ বাতিল হয়েছে।এমনকি দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরণের খেলা। এবার সেই আতঙ্ক ফিরে আসছে অ্যাশেজ সিরিজে। জানা গিয়েছে, ব্রিটিশ দলের মোট চারজন করোনা আক্রান্ত হওয়ার কারণেই দ্বিতীয় দিনের খেলা দেরিতে শুরু হয়েছে।যদিও প্রথমে মনে করা হচ্ছিল, সিরিজের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেয়নি আয়োজকরা। জানা গিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড় ও ড্রেসিংরুমের স্টাফদের রাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

ইংল্যান্ড দলের যে চারজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতি জানায়, দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ইংল্যান্ড দলকে পিসিআর টেস্ট করা হবে। এছাড়া ম্যাচের বাকিটা সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দুই দলকেই। এই মুহূর্তে অ্যাশেজ সিরিজ চলছে, সেই ভিক্টোরিয়ায় বক্সিং ডেতে ৫৭ হাজার ৮১৮ জবের করোনা পরীক্ষায় ১ হাজার ৯৯৯ জনের ফল পজিটিভ এসেছেন।তাই উভয় দলের ক্রিকেটারদের নিয়ে বেশ চিন্তিত দুই দেশের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

 

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে