০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজিতেই থাকছেন, জানালেন এমবাপ্পে

মাসুদ আলি
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 221

পুবের কলমডেস্ক : পিএসজির সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের চলতি মরশুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ।তার মধ্যে ফ্রেঞ্চ তারকার জন্য বড়সড় দাম হাঁকিয়ে বসে আছে রিয়াল মাদ্রিদ। এতে তার রিয়ালে যাওয়ার চিত্র স্পষ্ট হয়ে যায়। তবে এদিন সাফ জানিয়ে দিলেন এমবাপ্পে, তিনি এখনই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের যাচ্ছেন না। অন্তত সামনের জানুয়ারিতে তো নয়ই।

নতুন বছরের শুরুর দলবদলে ক্লাব পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। তিনি বলেন, ‘জানুয়ারিতে মোটেও নয়। আমি পিএসজিতে ভালো আছি। সবাইকে একশো ভাগ নিশ্চিত করছি চলতি মরশুম এখানেই শেষ করব। সবকিছুর বিনিময়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এই লিগ ও ট্রফি পাওয়াটা ভক্তদের আনন্দ দিতে পারে, অবশ্যই সেটি তাদের প্রাপ্য।’

আরও পড়ুন: জোড়া গোল এমবাপ্পের, টানা ৬ ম্যাচে জয় রিয়ালের

পিএসজিতে চুক্তির বিষয়ে ক্লাব সতীর্থ আন্দ্রে হেরেরা বলেন, ‘এখনও এমবাপ্পর চুক্তি নবায়ন করার সুযোগ রয়েছে। এর আগেও আমরা ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিলেও চুক্তি নবায়ন হওয়ার বিষয়টি দেখেছি। তাই আমার মনে হয়, এখনো সময় আছে।’ এবার এমবাপ্পে নিজেই ভরসা দিয়ে সবার সামনে বলে ফেললেন, ‘আমি মনে করি পিএসজির হয়ে বড় কিছু জেতাটা আমার প্রাপ্য। এই মরশুমে ক্লাবের হয়ে সবকিছু জিততে চাই। প্যারিস আমার শহর, যেখানে জন্মেছি এবং বেড়ে উঠেছি।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

পিএসজির হয়ে খেলাটা নিজের পাশাপাশি পরিবার ও বন্ধুদের জন্যও অসাধারণ এক অনুভূতি।’একটু থেমে, ‘লিওনেল মেসির সঙ্গে আমি খেলেছি, এটা আমার বাচ্চাদের ও বন্ধুদেরকে বলতে পারাটা বিশাল বড় এক ব্যাপার। প্যারিসে তাকে দেখাটা আমাদের কাছে ভীষণ উপভোগ্য।’

আরও পড়ুন: কাভানিকে পিছনে ফেলে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি তারকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএসজিতেই থাকছেন, জানালেন এমবাপ্পে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলমডেস্ক : পিএসজির সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের চলতি মরশুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ।তার মধ্যে ফ্রেঞ্চ তারকার জন্য বড়সড় দাম হাঁকিয়ে বসে আছে রিয়াল মাদ্রিদ। এতে তার রিয়ালে যাওয়ার চিত্র স্পষ্ট হয়ে যায়। তবে এদিন সাফ জানিয়ে দিলেন এমবাপ্পে, তিনি এখনই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের যাচ্ছেন না। অন্তত সামনের জানুয়ারিতে তো নয়ই।

নতুন বছরের শুরুর দলবদলে ক্লাব পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। তিনি বলেন, ‘জানুয়ারিতে মোটেও নয়। আমি পিএসজিতে ভালো আছি। সবাইকে একশো ভাগ নিশ্চিত করছি চলতি মরশুম এখানেই শেষ করব। সবকিছুর বিনিময়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। এই লিগ ও ট্রফি পাওয়াটা ভক্তদের আনন্দ দিতে পারে, অবশ্যই সেটি তাদের প্রাপ্য।’

আরও পড়ুন: জোড়া গোল এমবাপ্পের, টানা ৬ ম্যাচে জয় রিয়ালের

পিএসজিতে চুক্তির বিষয়ে ক্লাব সতীর্থ আন্দ্রে হেরেরা বলেন, ‘এখনও এমবাপ্পর চুক্তি নবায়ন করার সুযোগ রয়েছে। এর আগেও আমরা ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিলেও চুক্তি নবায়ন হওয়ার বিষয়টি দেখেছি। তাই আমার মনে হয়, এখনো সময় আছে।’ এবার এমবাপ্পে নিজেই ভরসা দিয়ে সবার সামনে বলে ফেললেন, ‘আমি মনে করি পিএসজির হয়ে বড় কিছু জেতাটা আমার প্রাপ্য। এই মরশুমে ক্লাবের হয়ে সবকিছু জিততে চাই। প্যারিস আমার শহর, যেখানে জন্মেছি এবং বেড়ে উঠেছি।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

পিএসজির হয়ে খেলাটা নিজের পাশাপাশি পরিবার ও বন্ধুদের জন্যও অসাধারণ এক অনুভূতি।’একটু থেমে, ‘লিওনেল মেসির সঙ্গে আমি খেলেছি, এটা আমার বাচ্চাদের ও বন্ধুদেরকে বলতে পারাটা বিশাল বড় এক ব্যাপার। প্যারিসে তাকে দেখাটা আমাদের কাছে ভীষণ উপভোগ্য।’

আরও পড়ুন: কাভানিকে পিছনে ফেলে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি তারকা