০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড আক্রান্ত বাংলার ক্রিকেটার অনুষ্টুপ– জুনেইদ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 20

পুবের কলম ওয়েবডেস্ক ঃ রবিবার সন্ধ্যেয় জানা গিয়েছিল– কোভিডে আক্রান্ত হয়েছেন বাংলা ক্রিকেট দলের সাত জন। তবে সোমবার কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল। আক্রান্তদের শরীরে কোনও উপসর্গ নেই। প্রসঙ্গত– যে সাত জনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছে তাদের মধ্যে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়– অনুষ্টুপ মজুমদার– গীত পুরি– কাজি জুনেইদ সইফরা। আক্রান্ত হয়েছেন সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ীও।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অনুষ্টুপ মজুমদার বলেন– ‘আমাদের জ্বর– কাশি কিছুই নেই । কিন্তু আমরা কোভিড পজিটিভ।’ সৌরাশিষ লাহিড়ীও বলেন– ‘একদিন আগেই তো  অনুশীলন ম্যাচ  খেললাম। কেউ কিছুই বুঝতে পারিনি। টেস্ট হওয়ার পরে জানলাম আমরা আক্রান্ত হয়েছি।’ এদিকে সিএবি’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে– সমস্ত ক্লাব ক্রিকেট এবং জেলা ভিত্তিক  খেলা আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে তা চালু হবে– সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপরে।

১৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির খেলা শুরু হওয়ার কথা। এদিকে ভারতে নতুন করে করোনা তারা দাপট দেূাতে শুরু করেছে। রাজ্যেও বাড়ছে  আক্রান্তের সংখ্যা তবে রঞ্জি ট্রফি নিয়েও এূনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফ থেকে নতুন করে কিছু জানানো হয়নি। ইডেনেও রঞ্জির কিছু  ম্যাচ হওয়ার কথা রয়েছে। উল্লে্খ্য– রাজ্যে করোনা পরিস্থিতি  খারাপ হচ্ছে দেখে  এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা  বাড়ছে দেখে  সিএবি সিদ্ধান্ত নেয় সকলের কোভিড পরীক্ষা করার। তারপরেই খবর আসে অনুষ্টুপ–  সৌরাশিষদের কোভিড আক্রান্ত  হওয়ার।

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোভিড আক্রান্ত বাংলার ক্রিকেটার অনুষ্টুপ– জুনেইদ

আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ রবিবার সন্ধ্যেয় জানা গিয়েছিল– কোভিডে আক্রান্ত হয়েছেন বাংলা ক্রিকেট দলের সাত জন। তবে সোমবার কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল। আক্রান্তদের শরীরে কোনও উপসর্গ নেই। প্রসঙ্গত– যে সাত জনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছে তাদের মধ্যে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়– অনুষ্টুপ মজুমদার– গীত পুরি– কাজি জুনেইদ সইফরা। আক্রান্ত হয়েছেন সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ীও।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অনুষ্টুপ মজুমদার বলেন– ‘আমাদের জ্বর– কাশি কিছুই নেই । কিন্তু আমরা কোভিড পজিটিভ।’ সৌরাশিষ লাহিড়ীও বলেন– ‘একদিন আগেই তো  অনুশীলন ম্যাচ  খেললাম। কেউ কিছুই বুঝতে পারিনি। টেস্ট হওয়ার পরে জানলাম আমরা আক্রান্ত হয়েছি।’ এদিকে সিএবি’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে– সমস্ত ক্লাব ক্রিকেট এবং জেলা ভিত্তিক  খেলা আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে তা চালু হবে– সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপরে।

১৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির খেলা শুরু হওয়ার কথা। এদিকে ভারতে নতুন করে করোনা তারা দাপট দেূাতে শুরু করেছে। রাজ্যেও বাড়ছে  আক্রান্তের সংখ্যা তবে রঞ্জি ট্রফি নিয়েও এূনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফ থেকে নতুন করে কিছু জানানো হয়নি। ইডেনেও রঞ্জির কিছু  ম্যাচ হওয়ার কথা রয়েছে। উল্লে্খ্য– রাজ্যে করোনা পরিস্থিতি  খারাপ হচ্ছে দেখে  এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা  বাড়ছে দেখে  সিএবি সিদ্ধান্ত নেয় সকলের কোভিড পরীক্ষা করার। তারপরেই খবর আসে অনুষ্টুপ–  সৌরাশিষদের কোভিড আক্রান্ত  হওয়ার।