১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চেলসির কাছে আটকে গিয়ে ম্যানসিটিকে সুবিধে করে দিল লিভারপুল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 17

পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন বছরের একদম শুরুতে শক্তিশালী প্রতিপক্ষ চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও দলই জয় পেল না। ২-২ গোলে ড্র হল চেলসি এবং লিভারপুলের ম্যাচটি। পয়েন্ট উভয় দলের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ায় তালিকায় শীর্ষে থাকা ম্যান সিটি অবশ্য মধ্যিখান থেকে ফায়দা তুলে নিল। প্রিমিয়ার লিগের শীর্ষস্থান অর্জন যেহেতু চেলসি কিংবা লিভারপুলের পক্ষেই সম্ভব নয়। তবুও তাদের মধ্যে লড়াই রয়েছে দ্বিতীয় স্থানের। কিন্তু পয়েন্ট ভাগাভাগির ফলে চেলসিই রয়েছে দ্বিতীয় স্থানে। লিভারপুল রয়েছে তৃতীয় স্থানে। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্সে রয়েছে ম্যান সিটি।  ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি এবং  ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।

এই ম্যাচের প্রথমার্ধেই হয়ে যায় চারটি গোল। যদিও শুরুতে ২ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। পরে সেই দুই গোল শোধ করে দেয় চেলসি। ৯ মিনিটেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন মুহাম্মদ সালাহ। ৪২তম মিনিটে চেলসির হয়ে একটি গোল শোধ করেন মাতেও কোভাচিচ। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে  দ্বিতীয় গোল শোধ করে চেলসিকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ। লুকাকুকে স্কোয়াড থেকে বাদ দিয়েই একাদশ সাজান চেলসি কোচ টমাস টুখেল। তবুও লিভারপুলের বিপক্ষে তাদের শুরুটা ছিল দারুণ। কিন্তু তাতেও প্রথম আধঘণ্টাটেই ২ গোলে পিছিয়ে পড়তে হয় তাদের। মাতেও কোভাচিচ শেষ পর্যন্ত চেলসি শিবিরে জীবন ফিরিয়ে আনেন। এরপর যুক্তরাষ্ট্রের ফুটবলার পুলিসিক গোল করে চেলসিকে সমতায় ফেরান।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চেলসির কাছে আটকে গিয়ে ম্যানসিটিকে সুবিধে করে দিল লিভারপুল

আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন বছরের একদম শুরুতে শক্তিশালী প্রতিপক্ষ চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও দলই জয় পেল না। ২-২ গোলে ড্র হল চেলসি এবং লিভারপুলের ম্যাচটি। পয়েন্ট উভয় দলের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ায় তালিকায় শীর্ষে থাকা ম্যান সিটি অবশ্য মধ্যিখান থেকে ফায়দা তুলে নিল। প্রিমিয়ার লিগের শীর্ষস্থান অর্জন যেহেতু চেলসি কিংবা লিভারপুলের পক্ষেই সম্ভব নয়। তবুও তাদের মধ্যে লড়াই রয়েছে দ্বিতীয় স্থানের। কিন্তু পয়েন্ট ভাগাভাগির ফলে চেলসিই রয়েছে দ্বিতীয় স্থানে। লিভারপুল রয়েছে তৃতীয় স্থানে। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্সে রয়েছে ম্যান সিটি।  ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি এবং  ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।

এই ম্যাচের প্রথমার্ধেই হয়ে যায় চারটি গোল। যদিও শুরুতে ২ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। পরে সেই দুই গোল শোধ করে দেয় চেলসি। ৯ মিনিটেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন মুহাম্মদ সালাহ। ৪২তম মিনিটে চেলসির হয়ে একটি গোল শোধ করেন মাতেও কোভাচিচ। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে  দ্বিতীয় গোল শোধ করে চেলসিকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ। লুকাকুকে স্কোয়াড থেকে বাদ দিয়েই একাদশ সাজান চেলসি কোচ টমাস টুখেল। তবুও লিভারপুলের বিপক্ষে তাদের শুরুটা ছিল দারুণ। কিন্তু তাতেও প্রথম আধঘণ্টাটেই ২ গোলে পিছিয়ে পড়তে হয় তাদের। মাতেও কোভাচিচ শেষ পর্যন্ত চেলসি শিবিরে জীবন ফিরিয়ে আনেন। এরপর যুক্তরাষ্ট্রের ফুটবলার পুলিসিক গোল করে চেলসিকে সমতায় ফেরান।