১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মুহাম্মদ হাফিজের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্কঃ কানাঘুষো চলছিল। পাকিস্তান ক্রিকেটের প্রোফেসার মুহাম্মদ হাফিজ হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। শেষ পর্যন্ত সেটাই ঘটল।পাক দলের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না পাকিস্তানি অলরাউন্ডার মুহাম্মদ হাফিজকে। তবে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই পাক তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসরের বিষয়টি জানা গিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় একটি ওয়েবসাইট থেকে।

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হাফিজ। পাকিস্তান দলের প্রাক্তন এই টেস্ট অধিনায়ক অবশ্য তার পর থেকে সীমিত ওভার ক্রিকেটে মন দেন। পাকিস্তানের হয়ে নিয়মিতই ওয়ানডে ও টি-২০ ক্রিকেট খেলেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট লিগ গুলিতেও দাপিয়ে খেলেছেন। ৪১ বছর বয়সেও তরুণদের চেয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। বারবার বয়স নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হলেও, হাফিজ নজরকাড়া পারফরম্যান্স দিয়ে বন্ধ করেছেন সমালোচকদের মুখ। সদ্য শেষ হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স করতে দেখা যায় তাকে।

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে হাফিজ ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে তার রান সংখ্যা ৩৬৫২, ওয়ানডে ক্রিকেটে তার রান ৬৬১৪ এবং টি-২০তে তার নামের পাশে রয়েছে ২৫১৪ রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান সংখ্যা  ১২,৭৮০। শুধু ব্যাট হাতে নয়, বল হাতে টেস্টে নিয়েছেন ৫৩টি উইকেট। ওয়ানডে ক্রিকেটে ১৩৯ এবং টি-২০তে ৬১টি উইকেট পেয়েছেন তিনি। হাফিজসের অধিনায়কত্বে ২০১২ সালে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। তিনি টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে ২৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১৮টিতে জিতিয়েছেন। এছাড়া ২০১৭ সালের পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সদস্য ছিলেন মুহাম্মদ হাফিজ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মুহাম্মদ হাফিজের

আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কানাঘুষো চলছিল। পাকিস্তান ক্রিকেটের প্রোফেসার মুহাম্মদ হাফিজ হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। শেষ পর্যন্ত সেটাই ঘটল।পাক দলের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না পাকিস্তানি অলরাউন্ডার মুহাম্মদ হাফিজকে। তবে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৪১ বছর বয়সী এই পাক তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসরের বিষয়টি জানা গিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় একটি ওয়েবসাইট থেকে।

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হাফিজ। পাকিস্তান দলের প্রাক্তন এই টেস্ট অধিনায়ক অবশ্য তার পর থেকে সীমিত ওভার ক্রিকেটে মন দেন। পাকিস্তানের হয়ে নিয়মিতই ওয়ানডে ও টি-২০ ক্রিকেট খেলেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট লিগ গুলিতেও দাপিয়ে খেলেছেন। ৪১ বছর বয়সেও তরুণদের চেয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। বারবার বয়স নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হলেও, হাফিজ নজরকাড়া পারফরম্যান্স দিয়ে বন্ধ করেছেন সমালোচকদের মুখ। সদ্য শেষ হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স করতে দেখা যায় তাকে।

নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে হাফিজ ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে তার রান সংখ্যা ৩৬৫২, ওয়ানডে ক্রিকেটে তার রান ৬৬১৪ এবং টি-২০তে তার নামের পাশে রয়েছে ২৫১৪ রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান সংখ্যা  ১২,৭৮০। শুধু ব্যাট হাতে নয়, বল হাতে টেস্টে নিয়েছেন ৫৩টি উইকেট। ওয়ানডে ক্রিকেটে ১৩৯ এবং টি-২০তে ৬১টি উইকেট পেয়েছেন তিনি। হাফিজসের অধিনায়কত্বে ২০১২ সালে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। তিনি টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে ২৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১৮টিতে জিতিয়েছেন। এছাড়া ২০১৭ সালের পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সদস্য ছিলেন মুহাম্মদ হাফিজ।