২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা পুলিশে করোনার থাবা, আক্রান্ত ৮৬, রয়েছেন তিনজন ডিসি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 69

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। মাঝের কিছুটা সময়ে এই সংক্রমণের মাত্রা বেশ খানিকটা স্বস্তি দিলেও, ক্রমশ এই সংক্রমণ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। করোনার সময় যারা সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে তাদের মধ্যে রয়েছে কলকাতা পুলিশ। এবার সেই সংক্রমণ দেখা দিল কলকাতা পুলিশে। এখনও পর্যন্ত এই নিয়ে মোট ৮৬ জন করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে। হলেন।  মঙ্গলবার নতুন করে তিনজন ডিসি কোভিড পজিটিভ হন বলে লালবাজার সূত্রের খবর।

সোমবারই জানা গিয়েছিল, নতুন করে কলকাতা পুলিশের ২২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিসি ট্রাফিক সাউথেরও রিপোর্ট পজিটিভ ছিল। সোমবার পর্যন্ত ৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার আরও তিনজন ডিসির শরীরে কোভিডের নমুনা পাওয়া গিয়েছে। ফলে ৮৬ জন এখনও অবধি করোনা আক্রান্ত।

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

এদিকে ক্রমশ স্বাস্থ্য পরিকাঠামোতে থাবা বসাচ্ছে, করোনা। আর আহমেদ ডেন্টাল কলেজ, চিত্তরঞ্জন সেবা সদন, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও ৭ দিনে প্রায় ২১ জনের মতো চিকিৎসক ও  স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।  চিকিৎসক স্বাস্থ্যকর্মী আক্রান্তদের আরজিকরের হোস্টেলেও আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

 

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা পুলিশে করোনার থাবা, আক্রান্ত ৮৬, রয়েছেন তিনজন ডিসি

আপডেট : ৪ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। মাঝের কিছুটা সময়ে এই সংক্রমণের মাত্রা বেশ খানিকটা স্বস্তি দিলেও, ক্রমশ এই সংক্রমণ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। করোনার সময় যারা সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে তাদের মধ্যে রয়েছে কলকাতা পুলিশ। এবার সেই সংক্রমণ দেখা দিল কলকাতা পুলিশে। এখনও পর্যন্ত এই নিয়ে মোট ৮৬ জন করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে। হলেন।  মঙ্গলবার নতুন করে তিনজন ডিসি কোভিড পজিটিভ হন বলে লালবাজার সূত্রের খবর।

সোমবারই জানা গিয়েছিল, নতুন করে কলকাতা পুলিশের ২২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিসি ট্রাফিক সাউথেরও রিপোর্ট পজিটিভ ছিল। সোমবার পর্যন্ত ৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার আরও তিনজন ডিসির শরীরে কোভিডের নমুনা পাওয়া গিয়েছে। ফলে ৮৬ জন এখনও অবধি করোনা আক্রান্ত।

আরও পড়ুন: মোদির শাসনে সবচেয়ে বেশি সংবিধানের ওপরই আঘাত: খাড়গে

এদিকে ক্রমশ স্বাস্থ্য পরিকাঠামোতে থাবা বসাচ্ছে, করোনা। আর আহমেদ ডেন্টাল কলেজ, চিত্তরঞ্জন সেবা সদন, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও ৭ দিনে প্রায় ২১ জনের মতো চিকিৎসক ও  স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।  চিকিৎসক স্বাস্থ্যকর্মী আক্রান্তদের আরজিকরের হোস্টেলেও আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

 

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮