১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবা ইরফানের অনুপ্রেরণাতেই বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা গুজরাতের তাসনিম মির

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 19

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসেবে সাইনা নেওয়াল, পি ভি সিন্ধু কেউই জুনিয়র স্তরে কোন দিন বিশ্ব কোন পর্যায়ের শীর্ষ স্থানে উঠতে পারেননি। সেই জায়গা পূরণ করলেন গুজরাটের রাজধানী শহর আমেদাবাদ থেকে কিছু দূরে মেহসা না গ্রামের ১৬ বছরের কিশোরী তাসনিম মির। তিনটি জুনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জিতে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন তাসনিম।

বাবা ইরফান মির গুজরাট পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। তিনি মেয়েকে নিয়ে এসেছিলেন ব্যাডমিন্টন কোর্টে। জুনিয়ার পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করলেও বর্তমানে তাসনিম সিনিয়রদের সঙ্গে খেলছেন। অনুশীলন করছেন সিনিয়র প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। এমন একটা বিরল কৃতিত্ব অর্জন করার পর তাসনিম এর বক্তব্য,’ ভাবতেও পারিনি এমন একটা সম্মান পাবো।

আমি তো ভুলেই গেছিলাম যে আমি জুনিয়ার স্তরে খেলেছি। এখন লক্ষ্য শুধু সিনিয়র সার্কিট নিয়ে। হায়দরাবাদের ব্যাডমিন্টন কোর্টে লড়াই করেই উঠে এসেছেন তাসনিম। এরপর অসমেও তার পার্টনারের সঙ্গে বেশ কিছুদিন অনুশীলন করেন।

 

বুলগেরিয়া ফ্রান্স বেলজিয়াম এ ট্রফি জিতেছেন তিনি। পয়সার অভাবে একটা সময়ে তার ব্যাডমিন্টন বন্ধ হয়ে গিয়েছিল। বাবা ইরফান তাকে হতে ধরে নিয়ে এসেছিলেন। তিনি একটা সময় পয়সার অভাবে মেয়েকে টেনিস কোর্টে পাঠাতে পারেননি। পরে স্পনসরশিপ হাওয়াই ফের একবার ব্যাডমিন্টন কোর্টে নিজেকে প্রমাণ করতে পেরেছেন বর্তমান বিশ্বের এক নম্বর তাসনিম মির।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা ইরফানের অনুপ্রেরণাতেই বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা গুজরাতের তাসনিম মির

আপডেট : ১৪ জানুয়ারী ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসেবে সাইনা নেওয়াল, পি ভি সিন্ধু কেউই জুনিয়র স্তরে কোন দিন বিশ্ব কোন পর্যায়ের শীর্ষ স্থানে উঠতে পারেননি। সেই জায়গা পূরণ করলেন গুজরাটের রাজধানী শহর আমেদাবাদ থেকে কিছু দূরে মেহসা না গ্রামের ১৬ বছরের কিশোরী তাসনিম মির। তিনটি জুনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জিতে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন তাসনিম।

বাবা ইরফান মির গুজরাট পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। তিনি মেয়েকে নিয়ে এসেছিলেন ব্যাডমিন্টন কোর্টে। জুনিয়ার পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করলেও বর্তমানে তাসনিম সিনিয়রদের সঙ্গে খেলছেন। অনুশীলন করছেন সিনিয়র প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। এমন একটা বিরল কৃতিত্ব অর্জন করার পর তাসনিম এর বক্তব্য,’ ভাবতেও পারিনি এমন একটা সম্মান পাবো।

আমি তো ভুলেই গেছিলাম যে আমি জুনিয়ার স্তরে খেলেছি। এখন লক্ষ্য শুধু সিনিয়র সার্কিট নিয়ে। হায়দরাবাদের ব্যাডমিন্টন কোর্টে লড়াই করেই উঠে এসেছেন তাসনিম। এরপর অসমেও তার পার্টনারের সঙ্গে বেশ কিছুদিন অনুশীলন করেন।

 

বুলগেরিয়া ফ্রান্স বেলজিয়াম এ ট্রফি জিতেছেন তিনি। পয়সার অভাবে একটা সময়ে তার ব্যাডমিন্টন বন্ধ হয়ে গিয়েছিল। বাবা ইরফান তাকে হতে ধরে নিয়ে এসেছিলেন। তিনি একটা সময় পয়সার অভাবে মেয়েকে টেনিস কোর্টে পাঠাতে পারেননি। পরে স্পনসরশিপ হাওয়াই ফের একবার ব্যাডমিন্টন কোর্টে নিজেকে প্রমাণ করতে পেরেছেন বর্তমান বিশ্বের এক নম্বর তাসনিম মির।