১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাপোভালোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 55

পুবেরকলম ওয়েবডেস্কঃ পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে শেষ পর্যন্ত  শক্তিশালী প্রতিপক্ষ শাপাভালোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। রড লেভার অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালে প্রথম দুই সেটে সহজ জয় তুলে নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয় নাদালের। যদিও ঠিক সেই সময় দারুণভাবে ঘুরে দাঁড়ান শাপোভালোভ। তবে শেষ সেটে  নিজের আসল রূপে ফিরে শাপোভালোভকে ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

রজার ফেডেরার ও নোভাক জকোভিচের সঙ্গে পুরুষ এককে সমান সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্পেনের তারকা টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে আগে থেকেই না খেলার সিদ্ধান্ত নেন সুইস তারকা ফেডেরার। সেখানে জকোভিচ অংশ নিতে অস্ট্রেলিয়ায় পা দিলেও ভিসা জটিলতায় তাকে নিজের দেশে ফিরতে হয়। দীর্ঘ সময়ের দুই প্রতিপক্ষের অনুপস্থিতিতে রেকর্ডটা গড়ার জন্য আর মাত্র দুটি জয় থেকে দূরে নাদাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি খুব সম্ভাবত মাত্তেও বেরেত্তিনি কিংবা গায়েল মঁফিসের মুখোমুখি হবেন।

আরও পড়ুন: প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় বার্টির

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে কঠিন লড়াইয়ের পর নাদাল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্যি বলতে, আমার যেন শরীরের সব শক্তিই শেষ হয়ে গিয়েছে। খুব কঠিন একটি দিন কাটল। এখানে খুব গরম। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। এর জন্য প্রস্তুতিও নেইনি। ম্যাচের শুরুতে আমি দুর্দান্ত খেলছিলাম। আমি জানি দেনিসের শাপোভালোভের মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলা কতটা কঠিন। তৃতীয় সেটের শুরুতে আমার সুযোগ ছিল, আমি তা কাজে লাগাতে পারিনি। এরপর ক্লান্ত বোধ করতে শুরু করি।সেই সময় শাপোভালোভ আমাকে পিছনে ফেলে দেয়। তবে এটা বলতে বাধ্য হচ্ছি, কঠিন লড়াইয়ের পর এ ম্যাচে জয় পেলাম।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া-রাজিব জুটি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাপোভালোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল

আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবেরকলম ওয়েবডেস্কঃ পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে শেষ পর্যন্ত  শক্তিশালী প্রতিপক্ষ শাপাভালোভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। রড লেভার অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালে প্রথম দুই সেটে সহজ জয় তুলে নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয় নাদালের। যদিও ঠিক সেই সময় দারুণভাবে ঘুরে দাঁড়ান শাপোভালোভ। তবে শেষ সেটে  নিজের আসল রূপে ফিরে শাপোভালোভকে ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

রজার ফেডেরার ও নোভাক জকোভিচের সঙ্গে পুরুষ এককে সমান সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন স্পেনের তারকা টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে আগে থেকেই না খেলার সিদ্ধান্ত নেন সুইস তারকা ফেডেরার। সেখানে জকোভিচ অংশ নিতে অস্ট্রেলিয়ায় পা দিলেও ভিসা জটিলতায় তাকে নিজের দেশে ফিরতে হয়। দীর্ঘ সময়ের দুই প্রতিপক্ষের অনুপস্থিতিতে রেকর্ডটা গড়ার জন্য আর মাত্র দুটি জয় থেকে দূরে নাদাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি খুব সম্ভাবত মাত্তেও বেরেত্তিনি কিংবা গায়েল মঁফিসের মুখোমুখি হবেন।

আরও পড়ুন: প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় বার্টির

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে কঠিন লড়াইয়ের পর নাদাল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্যি বলতে, আমার যেন শরীরের সব শক্তিই শেষ হয়ে গিয়েছে। খুব কঠিন একটি দিন কাটল। এখানে খুব গরম। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। এর জন্য প্রস্তুতিও নেইনি। ম্যাচের শুরুতে আমি দুর্দান্ত খেলছিলাম। আমি জানি দেনিসের শাপোভালোভের মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলা কতটা কঠিন। তৃতীয় সেটের শুরুতে আমার সুযোগ ছিল, আমি তা কাজে লাগাতে পারিনি। এরপর ক্লান্ত বোধ করতে শুরু করি।সেই সময় শাপোভালোভ আমাকে পিছনে ফেলে দেয়। তবে এটা বলতে বাধ্য হচ্ছি, কঠিন লড়াইয়ের পর এ ম্যাচে জয় পেলাম।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া-রাজিব জুটি