নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে পর্যটকদের হুড়োহুড়ি

- আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ নিউ দিঘার হোটেলে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। দাউ দাউ করে জ্বলছে আগুন। সমস্ত দিক কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা জোরকদমে চালিয়ে যাচ্ছে দমকলের কর্মীরা। জানলার কাঁচ ভেঙে উদ্ধার করা হয় আটকে পড়া পর্যটকদের।
শুক্রবার সকালে নিউ দিঘার ভিক্টোরিয়া হোটেলে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই প্রাণ বাঁচাতে হোটেলের কার্নিশ, পাইপ বেয়ে নেমে আসতে দেখা যায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনও হতা- হতের খবর নেই।
রামগড়ের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছে, হোটেলে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বিদ্যুতের কাজ চলাকালীন এই আগুন লাগে বলে জানান অখিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব, বলে জানিয়েছেন বিধায়ক।
দমকল সূত্রে খবর, এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।