১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুটো রাত ঘুমোতে পারেননি হায়দার আলি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্দান্ত গতিতে এগিয়েও আমিরশাহির বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেমিফাইনাল থেকে ফিরে আসতে হয়েছিল পাকিস্তানকে। আর এই ম্যাচে পাক ফাস্ট বোলার হায়দার আলির একটি ক্যাচ মিস সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছিল। ম্যাচের বয়স তখন ১৯ ওভার। শাহীন শাহ আফ্রীদির একটি বল ডিপ মিড উইকেটের  উপর খেলেন ম্যাথু ওয়েড। একটি সোজা ক্যাচ ওঠে। সেই ক্যাচ ফসকান হায়দার আলি । পাকিস্তান  সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। পাকিস্তানে যা নিয়ে শোরগোল পড়ে যায়। অনেকে আবার হাসান আলীকে হুমকিও দেন ।

 

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

অনুতপ্ত হাসান আলি বলেন,’ আমার জীবনে এটা খুব কঠিন একটা মুহুর্ত, এই মুহুর্তটা ভোলা আমার পক্ষে খুব কঠিন। আমি আর এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না কিন্তু এই ঘটনার জন্য দুটো রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। বিনিদ্র রজনী জেগেছি। আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন, তিনি খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন আমার ঘুম না হওয়ায়।’ হাসান আলি এও বললেন, ‘ক্যাচটা মিস করার পর আমি একটা সাইডে চুপ করে বসে ছিলাম । এরপরে যখন বাংলাদেশে যাই, তখন নিজেকে শুধু বলেছিলাম আমাকে এগিয়ে যেতে হবে। ‘ পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আক্তার এই সময়ে হাসান আলির পাশে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

 

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুটো রাত ঘুমোতে পারেননি হায়দার আলি

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্দান্ত গতিতে এগিয়েও আমিরশাহির বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেমিফাইনাল থেকে ফিরে আসতে হয়েছিল পাকিস্তানকে। আর এই ম্যাচে পাক ফাস্ট বোলার হায়দার আলির একটি ক্যাচ মিস সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছিল। ম্যাচের বয়স তখন ১৯ ওভার। শাহীন শাহ আফ্রীদির একটি বল ডিপ মিড উইকেটের  উপর খেলেন ম্যাথু ওয়েড। একটি সোজা ক্যাচ ওঠে। সেই ক্যাচ ফসকান হায়দার আলি । পাকিস্তান  সেমিফাইনালে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। পাকিস্তানে যা নিয়ে শোরগোল পড়ে যায়। অনেকে আবার হাসান আলীকে হুমকিও দেন ।

 

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

অনুতপ্ত হাসান আলি বলেন,’ আমার জীবনে এটা খুব কঠিন একটা মুহুর্ত, এই মুহুর্তটা ভোলা আমার পক্ষে খুব কঠিন। আমি আর এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না কিন্তু এই ঘটনার জন্য দুটো রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। বিনিদ্র রজনী জেগেছি। আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন, তিনি খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন আমার ঘুম না হওয়ায়।’ হাসান আলি এও বললেন, ‘ক্যাচটা মিস করার পর আমি একটা সাইডে চুপ করে বসে ছিলাম । এরপরে যখন বাংলাদেশে যাই, তখন নিজেকে শুধু বলেছিলাম আমাকে এগিয়ে যেতে হবে। ‘ পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আক্তার এই সময়ে হাসান আলির পাশে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

 

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল