Under 19 world cup:অজিদের বধ করে টানা চারবার বিশ্বকাপের ফাইনালে ভারত
- আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্কঃ দ্বিতীয় সেমিফাইনালে অজিদের বধ করে অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। ফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
ভারতের ৫ উইকেটে ২৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪১.৫ ওভারে ১৯৪ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং ৪৯ বল বাকি থাকতে ৯৬ রানে ম্যাচ জিতে যুব বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
ম্যাচের সেরা অধিনায়ক যশ ধুল। ১০ টি চার ও একটি ছয়ে সাজানো ছিল তার ১১০ রানের ইনিংসটি। ১১০ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক।
এই নিয়ে টানা চারবার যুব বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। এবার ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের ফাইনালে উঠল ভারত। আর কোনও দেশ টানা চারবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি।