১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণাটকে হিজাব বিতর্ক, প্রতিবাদ পোগবার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 42

পুবের কলম প্রতিবেদক­ হিজাব পরিহিত কর্ণাটকের মুসলিম কলেজ ছাত্রীকে হেনস্থার ঘটনায় এবার মুখ খুললেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরাসি ফুটবলার পল পোগবা। কয়েকদিন আগেই মুসলিম এই ছাত্রীর পাশে দাঁড়িয়ে হিজাবের বিরোধিতাকারীদের সমালোচনায় সরব হয়েছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বিভিন্ন দেশের মানুষ এই ঘটনার নিন্দা করছেন। এবার কর্ণাটকের মুসলিম তরুণীর পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে গলা ফাটালেন পোগবা। হিজাব পরিহিত হয়ে কলেজে ঢোকার সময় কর্ণাটকের এই মুসলিম ছাত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই ৫৭ সেকেণ্ডের ভিডিওটি পোস্ট করে পোগবা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন– ‘ভারতের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম তরুণীকে ধারাবাহিকভাবে হেনস্থা করে চলেছে হিন্দুত্ববাদী জনতা।’ বিশ্বের বিভিন্ন স্থানে যখনই এমন কোনও ঘটনা ঘটে পোগবাকে তাঁর প্রতিবাদ করতে দেখা গিয়েছে বারবার। আরও একবার তিনি এমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন।

কয়েকদিন আগেই মালালা লিখেছিলেন– ‘হিজাব না পড়াশুনো– কলেজ এটা আমাদের বেছে নিতে বাধ্য করছে। হিজাব পরিহিত মহিলাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়াটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। মুসলিম মহিলাদের নিয়ে বিভেদ সৃষ্টি করাটা বন্ধ করা উচিৎ ভারতের নেতাদের।’ একই পথে হাঁটলেন পোগবাও। তিনিও তাঁর ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে মুসলিম ছাত্রীটির ওপর হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করলেন।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্ণাটকে হিজাব বিতর্ক, প্রতিবাদ পোগবার

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক­ হিজাব পরিহিত কর্ণাটকের মুসলিম কলেজ ছাত্রীকে হেনস্থার ঘটনায় এবার মুখ খুললেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরাসি ফুটবলার পল পোগবা। কয়েকদিন আগেই মুসলিম এই ছাত্রীর পাশে দাঁড়িয়ে হিজাবের বিরোধিতাকারীদের সমালোচনায় সরব হয়েছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বিভিন্ন দেশের মানুষ এই ঘটনার নিন্দা করছেন। এবার কর্ণাটকের মুসলিম তরুণীর পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে গলা ফাটালেন পোগবা। হিজাব পরিহিত হয়ে কলেজে ঢোকার সময় কর্ণাটকের এই মুসলিম ছাত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই ৫৭ সেকেণ্ডের ভিডিওটি পোস্ট করে পোগবা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন– ‘ভারতের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম তরুণীকে ধারাবাহিকভাবে হেনস্থা করে চলেছে হিন্দুত্ববাদী জনতা।’ বিশ্বের বিভিন্ন স্থানে যখনই এমন কোনও ঘটনা ঘটে পোগবাকে তাঁর প্রতিবাদ করতে দেখা গিয়েছে বারবার। আরও একবার তিনি এমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন।

কয়েকদিন আগেই মালালা লিখেছিলেন– ‘হিজাব না পড়াশুনো– কলেজ এটা আমাদের বেছে নিতে বাধ্য করছে। হিজাব পরিহিত মহিলাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়াটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। মুসলিম মহিলাদের নিয়ে বিভেদ সৃষ্টি করাটা বন্ধ করা উচিৎ ভারতের নেতাদের।’ একই পথে হাঁটলেন পোগবাও। তিনিও তাঁর ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে মুসলিম ছাত্রীটির ওপর হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করলেন।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

আরও পড়ুন: সরকারি জায়গায় আরএসএসের কর্মসূচির অনুমতি দেবেন না, কর্নাটক সরকারকে আর্জি কংগ্রেস নেতার