১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন প্রাক্তন তারকা এন পাপান্না

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 17

পুবের কলম ওয়েবডেস্কঃ চলে গেলেন ৬০ এবং ৭০ দশকের কিংবদন্তি ফুটবলার এন পাপান্না। মহামেডানের হয়ে কলকাতা লিগ জয়ী এবং সন্তোষ ট্রফির হয়ে বাংলাকে ট্রফি দেওয়া পাপান্নার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। একটা দীর্ঘ সময় তিনি মহামেডানে খেলে গিয়েছিলেন। অপরাজিত থেকে মহামেডান স্পোর্টিং এর কলকাতা লিগ জয়ের ক্ষেত্রে  পাপান্নার ভূমিকা ছিল অনস্বীকার্য। রামান্না এবং পাপান্না জুটি একটা সময় কলকাতার সাদাকালো ব্রিগেডের সেরা অস্ত্র ছিল।

 

তাদের নিয়ে গানও বেঁধেছিলেন মহামেডান সমর্থকরা। মুহাম্মদ রফির বিখ্যাত গান সাওয়ন কা মাহিনা, পবন করে শোর, অনুকরনে মহামেডান সমর্থকরা গান বেধেছিল, সাওয়ন কা মাহিনা, মহামেডান করে শোর, রামান্না করে সেন্টার, পাপান্না করে গোল। ১৯৬৮ সালে মারদেকা কাপে ভারতের জাতীয় দলের হয়ে অভিষেক হয় পাপান্নার। জাপানের বিরুদ্ধে গোলও করেছিলেন তিনি। রামান্না কলকাতায় থেকে গেলেও পাপান্না চলে গিয়েছিলেন কর্নাটকে নিজের রাজ্যে। তার মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল। বিশেষ করে মহামেডান ক্লাব। সাদাকালো ক্লাবের তরফ থেকে প্রয়াত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলে গেলেন প্রাক্তন তারকা এন পাপান্না

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চলে গেলেন ৬০ এবং ৭০ দশকের কিংবদন্তি ফুটবলার এন পাপান্না। মহামেডানের হয়ে কলকাতা লিগ জয়ী এবং সন্তোষ ট্রফির হয়ে বাংলাকে ট্রফি দেওয়া পাপান্নার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। একটা দীর্ঘ সময় তিনি মহামেডানে খেলে গিয়েছিলেন। অপরাজিত থেকে মহামেডান স্পোর্টিং এর কলকাতা লিগ জয়ের ক্ষেত্রে  পাপান্নার ভূমিকা ছিল অনস্বীকার্য। রামান্না এবং পাপান্না জুটি একটা সময় কলকাতার সাদাকালো ব্রিগেডের সেরা অস্ত্র ছিল।

 

তাদের নিয়ে গানও বেঁধেছিলেন মহামেডান সমর্থকরা। মুহাম্মদ রফির বিখ্যাত গান সাওয়ন কা মাহিনা, পবন করে শোর, অনুকরনে মহামেডান সমর্থকরা গান বেধেছিল, সাওয়ন কা মাহিনা, মহামেডান করে শোর, রামান্না করে সেন্টার, পাপান্না করে গোল। ১৯৬৮ সালে মারদেকা কাপে ভারতের জাতীয় দলের হয়ে অভিষেক হয় পাপান্নার। জাপানের বিরুদ্ধে গোলও করেছিলেন তিনি। রামান্না কলকাতায় থেকে গেলেও পাপান্না চলে গিয়েছিলেন কর্নাটকে নিজের রাজ্যে। তার মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে শোকস্তব্ধ বাংলার ফুটবল মহল। বিশেষ করে মহামেডান ক্লাব। সাদাকালো ক্লাবের তরফ থেকে প্রয়াত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।