‘প্রয়াত বাইচুংদের প্রাক্তন কোচ আক্রামভ
- আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 60
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন ভারতীয় ফুটবলের দলের প্রাক্তন কোচ রুস্তম আক্রামভ। উজবেকিস্তানে নিজের বাড়িতে তাঁর মৃত্য হয়েছে। বয়স হয়েছিল ৭৩ বছর। উজবেকিস্তানের ন্যাশনাল অলিম্পিক কমিটির ওয়েবসাইট অনুযায়ী আক্রামভের মৃত্যু হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি।
১৯৯৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ ছিলেন আক্রামভ। তাঁর কোচিংয়েই জাতীয় দলে অভিষেক হয় ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়ার। ১৯৯৫ সালে নেহরু কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে প্রথম বার মাঠে নামেন ‘পাহাড়ি বিছে’। ক্লাব পর্যায়ে বাইচুং তখন আক্রমাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতেন। আক্রমভই তাঁকে স্ট্রাইকার হিসেবে গড়ে তোলেন। আক্রামভ স্বাধীনতা পরবর্তী উজবেক জাতীয় দলের প্রথম কোচ ছিলেন। সেই সময় তিনি একাধিক সম্মানও পেয়েছেন। আক্রামভের কোচিংয়ে উজবেকিস্তান হিরোশিমা এশিয়ান গেমস এবং সেন্ট্রাল এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল।






























