১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছর বয়সী ভারতীয় দাবাড়ুর চালে মাত হলেন বিশ্বসেরা কার্লসেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 26

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র ১৬ বছর বয়স, তাতেই কিস্তিমাত করল রমেশবাবু প্রজ্ঞনা নান্ধার ( R. Praggnanandhaa)। রমেশের চালে মাত হলেন বিশ্বসেরা দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন। সোমবার এয়ারথিং মাস্টার্সে এই অভাবনীয় সাফল্য পেল ১৬ বছরের এই কিশোর দাবাড়ু।

১৬ বছর বয়সী ভারতীয় দাবাড়ুর চালে মাত হলেন বিশ্বসেরা কার্লসেন

মাত্র ৩৯টি দানেই হার মানতে বাধ্য হন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কার্লসেন। কালো ঘুঁটি নিয়েই বাজিমাত করে কিশোর ভারতীয় দাবাড়ু। চেজ সার্কিটে এখন রমেশ কে ডাকা হচ্ছে জায়ান্ট কিলার বলেই। এই ভারতীয় কিশোরের মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন দেশের তথা বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু বিশ্বনাথন আনন্দের ছায়া।

২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয়। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিল রমেশ প্রজ্ঞনা নান্ধা। চার বছর বাদে ফের চমক দিল সে।

তৃতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারালো এই কিশোর ভারতীয় দাবাড়ু। এর আগের দুবার বিশ্বনাথন আনন্দ এবং পি হরিকৃষ্ণর কাছে পরাজিত হন কার্লসেন।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৬ বছর বয়সী ভারতীয় দাবাড়ুর চালে মাত হলেন বিশ্বসেরা কার্লসেন

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র ১৬ বছর বয়স, তাতেই কিস্তিমাত করল রমেশবাবু প্রজ্ঞনা নান্ধার ( R. Praggnanandhaa)। রমেশের চালে মাত হলেন বিশ্বসেরা দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন। সোমবার এয়ারথিং মাস্টার্সে এই অভাবনীয় সাফল্য পেল ১৬ বছরের এই কিশোর দাবাড়ু।

১৬ বছর বয়সী ভারতীয় দাবাড়ুর চালে মাত হলেন বিশ্বসেরা কার্লসেন

মাত্র ৩৯টি দানেই হার মানতে বাধ্য হন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কার্লসেন। কালো ঘুঁটি নিয়েই বাজিমাত করে কিশোর ভারতীয় দাবাড়ু। চেজ সার্কিটে এখন রমেশ কে ডাকা হচ্ছে জায়ান্ট কিলার বলেই। এই ভারতীয় কিশোরের মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন দেশের তথা বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু বিশ্বনাথন আনন্দের ছায়া।

২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয়। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিল রমেশ প্রজ্ঞনা নান্ধা। চার বছর বাদে ফের চমক দিল সে।

তৃতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারালো এই কিশোর ভারতীয় দাবাড়ু। এর আগের দুবার বিশ্বনাথন আনন্দ এবং পি হরিকৃষ্ণর কাছে পরাজিত হন কার্লসেন।