০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা ঠিক করবে কমিশন, জানাল হাইকোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক: আগামী শনিবার, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। সেই ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। বুধবার সেই মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট জানিয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে কিনা সে সিদ্ধান্ত কমিশনকেই নিতে হবে। এর জন্য রাজ্য নির্বাচন কমিশন পুরসভাগুলির নিরাপত্তা পর্যালোচনা করবে। তারপর ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

সূত্রের খবর, বিজেপি কলকাতা হাইকোর্টের রায় অখুশি। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। কেননা, বিধাননগর পুরনিগম ও অনন্যা পুরনিগমের ভোটে একই রায় দিয়েছিল হাইকোর্ট। কমিশনের উপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়। কমিশন রাজ্য পুলিশের নজরদারিতেই ভোট করিয়েছে। এবারও তাই হতে পারে বলে মনে করছে বিজেপি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা ঠিক করবে কমিশন, জানাল হাইকোর্ট

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: আগামী শনিবার, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। সেই ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। বুধবার সেই মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট জানিয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে কিনা সে সিদ্ধান্ত কমিশনকেই নিতে হবে। এর জন্য রাজ্য নির্বাচন কমিশন পুরসভাগুলির নিরাপত্তা পর্যালোচনা করবে। তারপর ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

সূত্রের খবর, বিজেপি কলকাতা হাইকোর্টের রায় অখুশি। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। কেননা, বিধাননগর পুরনিগম ও অনন্যা পুরনিগমের ভোটে একই রায় দিয়েছিল হাইকোর্ট। কমিশনের উপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়। কমিশন রাজ্য পুলিশের নজরদারিতেই ভোট করিয়েছে। এবারও তাই হতে পারে বলে মনে করছে বিজেপি।