১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন থেকে পোল্যান্ডে সরছে ভারতীয় দূতাবাস,পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

মাসুদ আলি
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্ক : আজ ১৮ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এমন অবস্থায় ইউক্রেন থেকে দূতাবাস সাময়িকভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাচ্ছে ভারত।এদিন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ‘ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে, যার মধ্যে রয়েছে দেশটির পশ্চিম দিকে আক্রমণ। এই অবস্থায় দূতাবাস সাময়িক ভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী অবস্থা থেকে পরিস্থিতি বিচার করা হবে।’

রবিবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়। ভারতীয় ও ভারতের প্রতিবেশী দেশগুলির নাগরিকদের কতজনকে, কীভাবে, অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, তারও বিশদ বিবরণ দেওয়া হয়। ইউক্রেনের খারকিভে (Kharkiv), রুশ সেনার গোলার আঘাতে মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্র নবীন জি-এর। জানা গিয়েছে, তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বললেন, তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে রাজি, একমাত্র এক শর্তে। তা হল রাশিয়াকে অস্ত্রবিরতি ঘোষণা করতে হবে। শনিবার জেলেনস্কি বলেছিলেন, এ পর্যন্ত রুশ হানায় ১৩০০ ইউক্রেনিয়ান সৈন্যের মৃত্যু হয়েছে। আবার রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সের্গেই রাইবাকভ বলেন, পশ্চিমের দেশগুলোর পাঠানো অস্ত্রশস্ত্র নিজেদের কবজায় নিতে চায় রুশ সেনা।এদিকে ইউক্রেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হামলায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। রুশ বোমাবর্ষণেই মৃত্যু বলে দাবি কিয়েভের ।রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশই অস্ত্র সংবরণ করুক। এমনটাই আর্জি জানিয়েছে কাতার।

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

 

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন থেকে পোল্যান্ডে সরছে ভারতীয় দূতাবাস,পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : আজ ১৮ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এমন অবস্থায় ইউক্রেন থেকে দূতাবাস সাময়িকভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাচ্ছে ভারত।এদিন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ‘ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে, যার মধ্যে রয়েছে দেশটির পশ্চিম দিকে আক্রমণ। এই অবস্থায় দূতাবাস সাময়িক ভাবে সরিয়ে পোল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী অবস্থা থেকে পরিস্থিতি বিচার করা হবে।’

রবিবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়। ভারতীয় ও ভারতের প্রতিবেশী দেশগুলির নাগরিকদের কতজনকে, কীভাবে, অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, তারও বিশদ বিবরণ দেওয়া হয়। ইউক্রেনের খারকিভে (Kharkiv), রুশ সেনার গোলার আঘাতে মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্র নবীন জি-এর। জানা গিয়েছে, তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বললেন, তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে রাজি, একমাত্র এক শর্তে। তা হল রাশিয়াকে অস্ত্রবিরতি ঘোষণা করতে হবে। শনিবার জেলেনস্কি বলেছিলেন, এ পর্যন্ত রুশ হানায় ১৩০০ ইউক্রেনিয়ান সৈন্যের মৃত্যু হয়েছে। আবার রাশিয়ার উপ বিদেশমন্ত্রী সের্গেই রাইবাকভ বলেন, পশ্চিমের দেশগুলোর পাঠানো অস্ত্রশস্ত্র নিজেদের কবজায় নিতে চায় রুশ সেনা।এদিকে ইউক্রেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হামলায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। রুশ বোমাবর্ষণেই মৃত্যু বলে দাবি কিয়েভের ।রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশই অস্ত্র সংবরণ করুক। এমনটাই আর্জি জানিয়েছে কাতার।

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

 

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প